X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

লাভ বার্ড পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশি

রক্তিম দাশ, কলকাতা
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫

ভালোবাসা দিবসে লাভ বার্ড পাচার করার সময় ওহিদুল শেখ নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার স্বরূপনগরের তারালি সীমান্তে ২০ জোড়া পাখি পাচারের সময় ধরা পড়েন তিনি।

জানা গেছে, বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ওহিদুল শেখকে আটক করা হয়েছে। ৪৫ বছর বয়সী এই পাচারকারীর বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া গ্রামে। ভারতে বিভিন্ন রাজ্য থেকে পাখি বাংলাদেশে পাচার করে।

বিএসএফ জানিয়েছে, ওই যুবককে স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তারপর উদ্ধার হওয়া করা ৪০টি লাভ বার্ড বসিরহাট বন দফতরের কাছে স্থানান্তর করেছেন বিএসএফ জওয়ানরা।

পাচারকারীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই পাখিগুলোকে কোনও এক ব্যক্তি তাকে নিতে বলেছেন। এই কাজের জন্য এক হাজার ৮৪৭ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আটক ওহিদুল শেখ। বিএসএফ ডিউটি ডমিনেশন লাইন অতিক্রম করার সময় ধরা পড়েন তিনি।

পাখি পাচারের বিষয়ে ১৫৩ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার জওহর সিং নেগি বলেন, বিরল প্রজাতির পাখি চোরাচালান বন্ধ করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। কোনও অবস্থাতেই চোরাচালান হতে দেওয়া হবে না।

অপর এক ঘটনায় ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে তিন লাখ টাকাসহ একজন পাচারকারীকে আটক করেছে বিএসএফ। তাকে উত্তর ২৪ পরগনার বনগাঁ আইসিপি পেট্রাপোল থেকে আটক করা হয়েছে।

জানা গেছে, সেই টাকা পাচারকারী উত্তর ২৪ পরগনার পশ্চিম চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, জীবিকার তাগিদে কয়েকদিন ধরে ভারত থেকে বাংলাদেশে মালামাল পরিবহণের কাজ করছেন তিনি।

টাকা পাচারকারী বলেন, মা ভ্যারাইটি এন্টারপ্রাইজের তুষার সূত্রধরের কাছ থেকে টাকা পেয়েছিলেন তিনি। যা রবি এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য তার এক হাজার ৩২০ টাকা পাওয়ার কথাছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
লোকসভা নির্বাচন: আজ থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা
হামলার শিকার স্লোভাক প্রধানমন্ত্রীর আরও একটি অস্ত্রোপচার
সর্বশেষ খবর
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির