X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ২২:৩৩আপডেট : ২১ মার্চ ২০২৪, ২৩:১৪

ভারতে লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে, গ্রেফতার হলেন রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।  

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যারা ঘুষ দিয়েছিলেন, তাদের সুবিধা করে দেওয়া হয়েছিল বলে তার সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। গ্রেফতারের আগে তার ফোন বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু করে ইডির ১২ জন সদস্য। প্রয়োজনীয় নথি দেখিয়েই তার বাড়িতে প্রবেশ করেন ইডি সদস্যরা। এসময় তার বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

কেজরিওয়ালকে গ্রেফতারের পরই তার বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আম আদমি পার্টির সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দিল্লিজুড়েই বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করা হবে আম আদমি পার্টি প্রধানকে। তবে বৃহস্পতিবার সন্ধ্যাতেই নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।

কেজরিওয়াল গ্রেফতারের পর দিল্লির মন্ত্রী অতিশী জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী পদেই থাকবেন তিনি।

তার অভিযোগ, দুই বছর আগের এই মামলায় আপ নেতা ও মন্ত্রীদের বাড়িতে অন্তত হাজার বার তল্লাশি চালিয়েছে ইডি বা সিবিআই। কিন্তু একটি পয়সাও উদ্ধার করতে পারেননি তারা।

লোকসভা নির্বাচনের আগে তাকে গ্রেফতারের ঘটনাকে বিজেপি ও মোদি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন অতিশী।

এদিকে ইডি জানিয়েছে, আবগারি মামলায় আপ প্রধানকে নয় বার সমন পাঠানো হয়। কিন্তু আটবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। কিন্তু হাজিরা না দিয়ে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু হাইকোর্ট কোনও সুরক্ষা না দেওয়ায়, শেষে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।

এদিকে আম আদমি পার্টির নেতাদের অভিযোগ, ইডির লক্ষ্য মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ নয়। এত দিন ধরেও তারা এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পায়নি। তাই লোকসভা ভোটের আগে সমন পাঠিয়ে তাকে গ্রেফতার করেছে ইডি।

আবগারি মামলায় বিআরএস নেত্রী কবিতাকে কিছুদিন আগে গ্রেফতার করেছে ইডি। এছাড়া দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া এবং দলের রাজ্যসভার বিধায়ক সঞ্জয় সিংহকে গ্রেফতার করে তিহার জেলে পাঠানো হয়েছে।

/এস/
সম্পর্কিত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে