X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইয়েমেন উপকূলে দুই  জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ২২:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২:১৭

ইয়েমেন উপকূলে দুইটি জাহাজে হামলা করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) ওই হামলার বিষয়টি জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে। ২৪ ঘণ্টা তিনটি হামলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ও অ্যামব্রে উভয়ে জানিয়েছে, ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহের দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে দুইটি ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা করা হয়েছে।

এই ঘটনায় দায় স্বীকারের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের অভিযানের সঙ্গে মিল আছে।

আমব্রে বলেছে, দ্বিতীয়বারের মতো হামলা করা হয়েছে। ইয়েমেনের বন্দর শহর মুকাল্লার দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজে হামলা করা হয়েছিল। কিন্তু হামলার বিষয়টি স্পষ্ট না।

আমব্রে জানায়, এর আগে ইয়েমেনি বন্দরের এডেনের দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল।

ইউকেএমটিও বলেছে, ক্ষেপণাস্ত্রটি জাহাজের কাছাকাছি পড়েছিল। এই ঘটনায় জাহাজের কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। আর নাবিকরাও নিরাপদে আছেন।

ইউকেএমটিও জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। কিন্তু দ্বিতীয়টি করতে পারেনি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের সমর্থনে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা।

এদিকে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ যুদ্ধবিমানও বিভিন্ন হামলায় অংশ নিয়েছে।

বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে হুথি প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইয়েমেনে ৪০০টিরও বেশি হামলা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তাদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলার হুঁশিয়ারি দিয়ে বিদ্রোহী নেতা বলেন, গত মাসে ৩৪টি হামলা চালিয়েছে যোদ্ধারা।

/এসএইচএম/
সম্পর্কিত
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দফতরে হামলার দাবি রাশিয়ার
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি ও ইসরায়েলপন্থি প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ
সর্বশেষ খবর
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
হংকংয়ে টানা ১০ হাজার বজ্রাঘাত
বিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদবিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছালো
শ্রমিক লীগের জনসভা শুরু
শ্রমিক লীগের জনসভা শুরু
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা