X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৪, ২০:০৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২১:৩২

যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক, দক্ষিণ গাজার রাফাহ শহরে হামাসের বিরুদ্ধে অভিযান চালাবে ইসরায়েল। মঙ্গলবার (৩০ এপ্রিল) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। 

এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ‘সব লক্ষ্য অর্জনের আগে আমরা যুদ্ধ বন্ধ করবো—এই ধারণাটি প্রশ্নের ঊর্ধ্বে।’

রাফাহ শহরে ইসরায়েলি অভিযান শুরুর আগেই গাজায় একটি যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্ততাকারীরা। সপ্তাহান্তে হামাসকে যুদ্ধবিরতি বিষয়ক একটি প্রতিক্রিয়া পাঠিয়েছিল ইসরায়েল। সেই প্রতিক্রিয়ার উত্তর জানাতে সোমবার কায়রোতে কাতারি এবং মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচকরা সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছিলো।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ওই প্রস্তাবে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিনিময়ে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে জিম্মি প্রায় ১৩০ জনের মধ্যে ৪০ জনকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।

২৯ এপ্রিল সৌদি রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব দ্রুত গ্রহণ করার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তখন হামাসকে দেওয়া ইসরায়েলের প্রস্তাবটিকে ‘উদার’ বলে মন্তব্য করেন তিনি।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ইসরায়েলের তথ্য মতে, ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় মোট ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান সশস্ত্র যোদ্ধারা।

এই হামলার প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েল করা বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন

 

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ফ্রান্সে সিনাগগে আগুন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
নরেন্দ্র মোদি: জনপ্রিয় কিন্তু নিরপেক্ষ নন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
সর্বশেষ খবর
ফ্রান্সে সিনাগগে আগুন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
ফ্রান্সে সিনাগগে আগুন, পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবসে’ বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ
মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
সাংবাদিক মহির উদ্দিন মারা গেছেন
সাংবাদিক মহির উদ্দিন মারা গেছেন
সর্বাধিক পঠিত
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি