X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৪, ১৩:৩৪আপডেট : ০৪ মে ২০২৪, ১৩:৩৪

মিসরের কায়রোতে সফর করার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির একটি প্রতিনিধিদল শনিবার (৪ মে) কায়রো সফর করবে বলে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। এই সফরে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ইসরায়েলি প্রস্তাবের লিখিত প্রতিক্রিয়া জানাবে হামাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মিসরীয় নিরাপত্তা সূত্র এবং কায়রো বিমানবন্দরে তিনটি সূত্র জানিয়েছে, গাজায় সংঘাতের বিষয়ে বৈঠকের জন্য শুক্রবার মিসরের রাজধানীতে পৌঁছান সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস। এরপরই হামাসের এক কর্মকর্তার সঙ্গে আলাপ করেন হামাসের ওই কর্ম কর্মকর্তা। তবে পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

গত মাসের শেষের দিকে এই আলোচনা পুনরায় শুরু করার জন্য নতুন করে চাপ দিয়েছিল মধ্যস্থতাকারী দেশ মিসর। দক্ষিণ গাজার রাফাহ শহরে সশস্ত্র এই গোষ্ঠীটির বিরুদ্ধে ইসরায়েলি স্থল অভিযানের আশঙ্কা নিয়ে শঙ্কিত দেশটি। সেখানে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

হামাসের পাশাপাশি গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া আরেকটি গোষ্ঠী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিন। পৃথকভাবে, এই গোষ্ঠীটি শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর করা দাবি পুনরায় তুলে ধরেছে। এর মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং সব বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ বাড়িতে ফেরার প্রস্তাব রয়েছে।

মিসরের একটি উর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টিভি আল কাহেরা নিউজ শনিবার কায়রোতে হামাস প্রতিনিধিদলের সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু। এসময় আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৪০০ জন।

/এএকে/
সম্পর্কিত
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
হামলার শিকার স্লোভাক প্রধানমন্ত্রীর আরও একটি অস্ত্রোপচার
ভাসমান বন্দর হয়ে গাজায় ত্রাণ পৌঁছানো শুরু
সর্বশেষ খবর
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
খারকিভে রুশ বোমা হামলায় নিহত ৩
ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ
ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
মজুরির ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ শ্রমিকের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন