X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৪, ২২:০৫আপডেট : ০৭ মে ২০২৪, ২২:০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি ও সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একের পর এক আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছের মধ্যস্তাকারীরা। তবে আলোচনার টেবিলে বরাবরের মতো ঝড় তুলতে সক্ষম হলেও এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও হামাস।  এখন পর্যন্ত মধ্যস্ততাকারীরারও এমন কোনও প্রস্তাব দিতে পারেননি যেটি গ্রহণ করতে উভয় পক্ষেরই কোনও আপত্তি থাকবে না। এরই মধ্যে সোমবার আলোচিত একটি চুক্তির বিষয়ে হামাস সম্মতির কথা জানালেও বাধ সেধেছে ইসরায়েলের। তাই একই ইস্যুতে আলোচনার জন্য আজ  মঙ্গলবার (৭ মে) কায়রো সফরে গেছেন ইসরায়েলের একটি প্রতিনিধি দল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি নিয়ে আরও আলোচনা করতে কায়রোতে পৌঁছেছেন ইসরায়েলি প্রতিনিধিরা। তবে এই দলে ইসরায়েলের উচ্চ পর্যায়ের কোনও প্রতিনিধি নেই। নিচু সারির কয়েকজন কর্মকর্তাকে আলোচনার জন্য কায়রো পাঠিয়েছে ইসরায়েল।

তবে এই প্রতিনিধি দলে কারা আছেন সে সম্পর্কে প্রতিবেদনটিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমন কি এই সফরের সময় নিয়েও কোনও তথ্য জানা যায়নি।

এর আগে, জিম্মি চুক্তির বিষয়ে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছিলেন, মিসরের যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে সেটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়। কেননা, মিসরের ওই প্রস্তাবে এমন কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে যা ইসরায়েল মেনে নেবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তার অভিযোগ করেন, প্রস্তাবটি এমনভাবে করা হয়েছে যাতে মনে হবে ইসরায়েলই চুক্তি মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

গত বছরের নভেম্বরে এক সপ্তাহের বিরতির পর থেকে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় এখন পর্যন্ত কোনও সুরাহা হয়নি।

/এএকে/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে ‘দুর্ঘটনা’, মেলেনি সন্ধান
রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ রুশ তেল শোধনাগার
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সর্বশেষ খবর
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
স্বচ্ছতা নিশ্চিতে আইনের সঙ্গে প্রযুক্তির ব্যবহার দরকার: কাজী নাবিল আহমেদ
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে ঢুকছে ভারী অস্ত্র
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ছেলের এভারেস্টজয়ে বাবার মুখে হাসি, মা বললেন দুশ্চিন্তায় আছি
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ