X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শরিয়ার বিধান মেনেই জুলহাজ-তনয়কে হত্যা করা হয়েছে: আল কায়েদা

ফাহমিদা উর্ণি
০৪ মে ২০১৬, ২১:১৮আপডেট : ০৪ মে ২০১৬, ২২:২৮
image

আল-কায়েদার বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম দাবি করেছে, তারা যেসব হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন তার সবই সংঘটিত হয় ইসলামি শরিয়ার বিধান মেনে। দুই পৃষ্ঠায় প্রকাশিত এক বিবৃতিতে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব তনয়ের হত্যাকাণ্ড প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে এ কথা বলেন তারা। সমকামিতাকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টারত গণমাধ্যমগুলোকেও হুমকি দিয়েছে আনসার আল ইসলাম। বিবৃতিতে তারা ইসলিামিক স্টেট (আইএস) সম্পর্কে জানিয়েছে, বাগদাদি ঘোষিত খেলাফতকে স্বীকৃতি কিংবা তাদের কর্মকাণ্ডকে সমর্থন না দিলেও সংগঠনটির সব কর্মকাণ্ডকে তারা অবৈধ মনে করে না।  

উল্লেখ্য, জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার পর এর দায় স্বীকার করে টুইট করে আনসার আল ইসলাম। আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফের পক্ষ থেকে দায় স্বীকার করে টুইটে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ তা’আলার অনুগ্রহে আনসার আল ইসলাম এর দুঃসাহসী মুজাহিদিনরা বাংলাদেশে সমকামী প্রসারের পথিকৃৎ, সমকামীদের গুপ্ত সংগঠন ‘রূপবান’- এর পরিচালক জুলহাজ মান্নান ও তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছেন। ক্রুসেডার আমেরিকা ও তার ভারতীয় মিত্রদের সাহায্য নিয়ে ১৯৯৮ সাল থেকে এই ভূখণ্ডের অধিবাসীদের মধ্যে সমকামিতার মতো জঘণ্য অশ্লীলতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন এই বেতনভোগী ভৃত্যদ্বয়।’

শরিয়ার বিধান মেনেই জুলহাজ-তনয়কে হত্যা করা হয়েছে: আল কায়েদা

শিগগির বিস্তারিত আসছে বলে উল্লেখ করা হয়েছিল ওই টুইটে। বুধবার (৪ মে) আনসার আল ইসলামের পক্ষ থেকে এক বিবৃতিতে ওই হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেছে সংগঠনটি।

বিবৃতিতে জুলহাজ-তনয় হত্যার প্রসঙ্গে বলতে গিয়ে আনসার আল ইসলাম দাবি করে শরিয়ার বিধানের বাইরে কোনও হত্যাকাণ্ড ঘটান না তারা। বিবৃতিতে বলা হয়, ‘কোনও মুসলিমের রক্তপাত ঘটানো শরিয়া অনুযায়ী বড় পাপ। আর সেকারণে ভুল করেও যেন কোনও মুসলিমের রক্তপাত না হয় সে ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সাবধান হওয়া প্রয়োজন। অনেক বছর ধরে এদেশে অনেক ব্যক্তি ও সংগঠন মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ব্যক্তি ও সংগঠনের ওপর প্রথমে হামলা চালিয়ে মুসলিমদের জাগিয়ে তোলাটাই সর্বোৎকৃষ্ট পন্থা।’

তবে জুলহাজ মান্নানের বাড়ির নিরাপত্তা রক্ষী পারভেজ মোল্লাকে আঘাত করার ইচ্ছে তাদের ছিল না দাবি করে সশস্ত্র সংগঠনটি বলছে আত্মরক্ষার্থে তারা পারভেজের ওপর হামলা করতে বাধ্য হয়েছেন। তাকে আহত করার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, বাংলাদেশে প্রতিনিয়ত যখন নিরীহ ও নিষ্পাপ মানুষরা হত্যাকাণ্ডের শিকার হন, যুক্তরাষ্ট্র তখন নীরব ভূমিকা পালন করে। রানা প্লাজার ভবন ধস, শাপলা চত্বরে অভিযান কিংবা বিচারবহির্ভূত ক্রসফায়ারের প্রসঙ্গ উল্লেখ করে তারা বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে যখন শত শত মুসলিম নিহত হন তখন যুক্তরাষ্ট্র মানবতা বা মানবাধিকার নিয়ে উদ্বিগ্ন হয় না। আর যখন ইসলামের কোনও শত্রু কিংবা ইসলামোফোবিয়ার প্রচারক হত্যার শিকার হন তখন এ ‘ক্রুসেডার’দের অশ্রু গড়িয়ে পড়ে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলা হয়, মুসলিম বিশ্বে যুদ্ধ, আগ্রাসন ও হস্তক্ষেপ বন্ধ না করলে এ ভূখণ্ডে কিংবা বিশ্বের আনাচে কানাচে কোথাও মার্কিনি কিংবা তাদের প্রতিনিধিরা নিরাপদে থাকতে পারবে না।

জুলহাজ ও তনয়

যেসব গণমাধ্যম বাংলাদেশের মুসলিমদের মাঝে সমকামিতাকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছে তাদেরকে এ ধরনের ‘ঘৃণ্য অপরাধ’ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘তা না হলে এ ভূখণ্ডের মুসলিমরা আপনাদের ক্ষমা করবে না।’

আইএসের প্রতি আল কায়েদার দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা দিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির দেওয়া একটি উদ্ধৃতি তুলে ধরা হয়েছে বিবৃতিতে। জাওয়াহিরি বলেছেন- ‘আমরা আল-বাগদাদি ঘোষিত খেলাফতকে স্বীকৃতি দিই না কিংবা একে মহানবী আদর্শের আলোকে ঘোষিত খেলাফত বলে মনে করি না। কিন্তু এর মানে এই নয় যে আমরা আইএসের সকল কর্মকাণ্ডকেই অবৈধ মনে করি। যদিও তাদের পর্বত সমান ভুল রয়েছে তারপরও কিছু কিছু ক্ষেত্রে তারা সঠিক সিদ্ধান্তও নিয়েছে।’

বেশিসংখ্যক নিরাপত্তারক্ষী কিংবা সিসিটিভির ক্যামেরার মোতায়েন নয় বরং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করাই নিরাপত্তা বলয় গড়ে তোলার একমাত্র উপায় বলে ইসলামের শত্রুদের সতর্ক করা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকে রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জুলহাজ বাংলাদেশে প্রকাশিত প্রথম সমকামীদের অধিকার প্রতিষ্ঠার পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক ছিলেন। তনয় ছিলেন লোকনাট্য দলের নাট্যকর্মী ও রূপবানের কর্মী।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!