X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কে হচ্ছেন তালেবানের নতুন নেতা?

বিদেশ ডেস্ক
২৩ মে ২০১৬, ১২:৩৯আপডেট : ২৩ মে ২০১৬, ১২:৩৯
image

কে হচ্ছেন তালেবানের নতুন নেতা? শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে  জঙ্গিগোষ্ঠী তালেবান। তালেবানের দুইটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরবর্তী নেতা কে হতে পারেন রবিবার রাহবারি শুরার (নেতৃস্থানীয় কাউন্সিল) বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। সম্ভাব্য নতুন নেতা হিসেবে তারা সিরাজুদ্দিন হাক্কানিকে এগিয়ে রেখেছে। ভয়েস অব আমেরিকার খবরেও একই আভাস দেওয়া হয়েছে।

বৈঠকে নতুন নেতা হিসেবে গেরিলা কমান্ডার সিরাজুদ্দিন হাক্কানি, মোল্লা মোহাম্মদ ইয়াকুব, মোল্লা আব্দুল কাইয়ুম জাকির এবং মোল্ল শেরিন এর নাম আলোচিত হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন নেতা হিসেবে সিরাজুদ্দিন হাক্কানির নামই বেশি শোনা যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার খবরেও পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবে হাক্কানিকে এগিয়ে রাখা হয়েছে।

হাক্কানির মাথার দাম হিসাবে যুক্তরাষ্ট্রের ৫০ লাখ ডলার অর্থপুরস্কার ঘোষণা করা আছে। তিনি তালেবান প্রধান হলে আফগান সরকারি বাহিনী এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনীর প্রতি বিদ্রোহীরা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাকে আফগান বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবাজ নেতা হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও আফগান কর্মকর্তারা। গেল মাসে কাবুলে চালানো হামলাসহ তালেবানের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর জন্য হাক্কানিকে দায়ী করা হয়।  গেল মাসে কাবুল হামলায় ৬৪ জন নিহত হন। 







মনসুরের পর হাক্কানির তালেবান প্রধান হওয়ার সম্ভাবনা তাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

এরপর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুবেরও নতুন নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রয়টার্স। পিতার ভাবমূর্তির কারণে তালেবানের ঐক্য ধরে রাখতে তিনি প্রভাব রাখতে পারবেন বলে বিবেচনা করা হচ্ছে।  অপর দুজন সম্ভাব্য নেতা মোল্লা কাইয়ুম জাকির ও মোল্লা শেরিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো কারাগারের সাবেক বন্দি।  

উল্লেখ্য শনিবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় একটি গাড়িতে থাকা মনসুর ও তার এক সহযোগীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ২০১১ সালে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর এটিই পাকিস্তানে চালানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান।

এই হামলায় পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। সূত্র: রয়টার্স, বিবিসি, ভয়েস অব আমেরিকা

/বিএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’