X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আসামের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে মোদি

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৬, ২১:১৬আপডেট : ২৪ মে ২০১৬, ২১:২০

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা সর্বানন্দ সোনওয়াল। এর মধ্য দিয়ে রাজ্যটিতে প্রথমবারের নিজেদের মুখ্যমন্ত্রী পেলো ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৪ মে ২০১৬ মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সর্বানন্দ সোনওয়াল। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহসহ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার একধিক মন্ত্রী।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও সর্বানন্দ সোনওয়াল-এর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আসামের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন সর্বানন্দ সোনওয়াল। ৫৪ বছরের এ রাজনীতিক ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, ‘অনুপ্রবেশ বন্ধে আমরা প্রথমেই ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেবো।’ প্রকৃত ভারতীয় নাগরিকদের নামের একটি তালিকা তৈরি করা হবে বলেও জানান সর্বানন্দ সোনোয়াল।

সর্বানন্দ সোনওয়াল-এর শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ অন্যরা।

সর্বানন্দ সোনোয়াল বলেন, অনুপ্রবেশ, ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করা, ছোট পরিসরে চা উৎপাদনকারীদের সমস্যা ও বেকারত্বের মতো ইস্যুগুলোই তার প্রধান চ্যালেঞ্জ। এই ইস্যুর সমাধানে সরকার মিত্রদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করবে। নির্বাচনি প্রচারণাও এর উল্লেখ ছিল।

এই বিজেপি নেতা বলেন, মানুষ কংগ্রেসের ওপর ক্ষুব্ধ ছিলেন। তারা পরিবর্তন ও ভালো সরকার চেয়েছিলেন। এটা একটা বিশাল বিজয়। মানুষ আমাদের জয়ের সমীকরণ মেনে নিয়েছেন। আসামের মানুষ এটাই চেয়েছিলেন। আমাদের মূল লক্ষ্য সত্যিকারের ভারতীয় নাগরিকদের সুরক্ষা দেওয়া; তারা হিন্দু অথবা মুসলিম যাই হোক না কেন!

সর্বানন্দ সোনোয়াল বলেন, আমরা বৃহত্তর আসামীয় সমাজের স্বার্থ সংরক্ষণ করবো। এদের মধ্যে আসামিজ, বিহারি মাওয়াড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ... সবাই রয়েছেন। আমরা একযোগে কাজ করবো, একসঙ্গে থাকবো এবং একসঙ্গে লড়াই করবো।

ভারতের রাজনীতিতে আসামে বিজেপি’র এই জয়কে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, তারা এই প্রথম ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রভাব বিস্তার করতে যাচ্ছে। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক