X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানবপাচারকারী ভেবে ভুল ব্যক্তিকে ইতালির কাছে হস্তান্তর করলো সুদান!

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০১৬, ০৯:৫৯আপডেট : ০৯ জুন ২০১৬, ১০:০৩
image

যাকে খোঁজা হচ্ছে (বামে) যাকে গ্রেফতার করা হয়েছে (ডানে) মানবপাচারকারী সন্দেহে আটক করার পর সুদান থেকে ইতালিতে পাঠানো সেই ইরিত্রিয়ান ব্যক্তিকে নির্দোষ বলে দাবি করেছেন তার বন্ধুরা। তাদের দাবি, পুলিশ ভুল ব্যক্তিকে আটক করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে এমন দাবি করেন তারা।
‘দ্য জেনারেল’ নামে পরিচিত মেরেদ মেদহানিই আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের পাচারকারী চক্রের প্রধান হোতা বলে বিশ্বাস করেন ইতালির প্রসিকিউটররা। ২০১৩ সালের অক্টোবরে ভূমধ্যসাগরের ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী যে নৌকাটি ডুবে যায়, সেটির যাত্রার আয়োজন এই মেদহানিই করেছিলেন বলে মনে করা হয়। লিবিয়া থেকে রওয়ানা হওয়া ওই নৌকাটি ডুবে ৩৫৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। মৃতদের বেশিরভাগই ছিলেন ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক।
গত মে মাসে এই মেদহানি সন্দেহেই ওই ইরিত্রিয়ান নাগরিককে সুদানের রাজধানী খার্তুম থেকে গ্রেফতার করা হয়। আর বিচার প্রক্রিয়ার জন্য মঙ্গলবার তাকে রোমে ফেরত পাঠানো হয় বলে বুধবার নিশ্চিত করে ইতালীয় কর্তৃপক্ষ।
তবে মেদহানি সন্দেহে আটককৃত ব্যক্তি আসলে মেদহানি নন বলে দাবি করেন ইরিত্রিয়ান নাগরিকের বন্ধুরা।
বুধবার ইতালির কাছে আটককৃত ইরিত্রিয়ানকে হস্তান্তর করা হয়
বিবিসিকে তারা বলেন, মেদহানিকে শনাক্ত করতে ভুল করেছে সুদানের পুলিশ। মেদহানি সন্দেহে যাকে আটক করা হয়েছে তিনি নির্দোষ। হারমোন বেরহে নামে ইথিওপিয়ায় বসবাসকারী এক ব্যক্তি দাবি করেছেন, বুধবার মেদহানি হিসেবে উল্লেখ করে ইতালীয় পুলিশ যে লোকটিকে দেখিয়েছে তিনি তার শৈশবের বন্ধু। ইরিত্রিয়ায় একসঙ্গে দুজন বড় হয়েছেন বলেও দাবি করেন হারমন। তিনি বলেন, ‘আমি মনে করি না সে এ ধরনের কাজ করতে পারে। ও খুব প্রেমময়, বন্ধুসুলভ ও দয়ালু ব্যক্তি।’

বিবিসির কাছে আরও এক ইরিত্রিয়ান নাগরিক দাবি করেছেন, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সম্প্রতি তার সঙ্গে সুদানে একই বাড়িতে থাকা হয়েছে তার।

মেরন এস্তেফানোস নামে এক সুইডিশ-ইরিত্রিয়ান সাংবাদিকও দাবি করেছেন, মেদহানি ভেবে ভুল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এস্তেফানোস জানান, গত বছর তিনি একটি সুইডিশ মিডিয়ার জন্য মেদহানির সাক্ষাৎকার নিয়েছিলেন। কিন্তু ছবিতে যাকে দেখা যাচ্ছে তিনি একই ব্যক্তি নন। এস্তেফানোসের দাবি, একই নামের অন্য আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সংবাদপত্র আফতোনব্লাদেতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ‘যাকে গ্রেফতার করা হয়েছে তিনি খার্তুমে আসা এক অসহায় শরণার্থী মাত্র।’ সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন