X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া

তানভীর আহমেদ, লন্ডন থেকে
২৪ জুন ২০১৬, ২০:০১আপডেট : ২৪ জুন ২০১৬, ২০:০১

বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটের একটি দৃশ্যব্রেক্সিট প্রশ্নে লন্ডনে বসবাসতরত বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এর বিপক্ষে মত দিলেও বেশির ভাগই মনে করেন গণভোটে ব্রেক্সিটের পক্ষে ঐতিহাসিক রায় ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এদিকে, কর্মী-সংকটের কারণে প্রতিদিন ব্রিটেনজুড়ে কমপক্ষে ৫ টি করে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে, বৈষম্যমূলক ইমিগ্রেশননীতির কারণে বাংলাদেশ থেকে দক্ষ শেফ নিয়োগ দিতে পারছিলেন না রেস্টুরেন্ট মালিকরা। কিন্তু ব্রিটেনের ইটালিয়ান কিংবা স্প্যানিশ রেন্টুরেন্ট ব্যবসায়ীরা তাদের নিজ দেশ থেকে কর্মী নেওয়ার সুযোগ থাকলেও  কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিকরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন বলে মনে করছেন ব্রিটেনে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সংগঠন ক্যাটারার্স অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট পাশা খন্দকার। ব্রেক্সিটের পক্ষে তিনি বাংলাদেশি কমিউনিটির অন্যতম ক্যাম্পেইনার ছিলেন।

ব্রেক্সিটের নেতৃত্বদানকারী কনসারভেটিভ নেতা বরিস জনসন ও মাইকেল গভ বলছেন, তারা ব্রিটেনে অস্ট্রেলিয়ার মতো পয়েন্ট বেইজড ইমিগ্রেশন পদ্ধতি চালু করে ইমিগ্রেশন পদ্ধতি আরও মানবিক ও যুগোপযোগী করবেন। বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার মনে করেন, ইমিগ্রেশন পদ্ধতি ঢেলে সাজালে কর্মী সংকট মোকাবিলায় সরকারের সঙ্গে তাদের দর কষাকষি আরও সহজ হবে। এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত নাগরিকদের জন্য ব্রিটেনের এথনিক মাইনরিটি কমিউনিটি কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল, ব্রিটেনে অবাধে প্রবেশের কারণে অপেক্ষাকৃত কম দক্ষতা সম্পন্ন ইইউ নাগরিকরা, কমনওয়েলথ ভুক্ত দেশের নাগরিকদের তুলনায় যে অগ্রাধিকার পাচ্ছিল, ব্রেক্সিটের কারণে সংখ্যালঘু সম্প্রদায়কে এখন আর আগের মতো এতটা প্রতিযোগিতার  মুখে পড়তে হবে না। চাকরির বাজারেও ব্রিটিশ নাগরিকদের ইইউ নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে না।

ইইউ নাগরিকদের অবাধ প্রবেশের কারণে ব্রিটেনে হাউজিং ও চিকিৎসা সেবায় যে ধস নেমেছিল ব্রেক্সিটের ফলে সাধারণ নাগরিকরা পাবলিক সার্ভিসের সেবাগুলো আগের মতো পাবেন বলেই মনে করছেন তারা।

এদিকে, পুরো ব্রিটেনজুড়ে ৫২ শতাংশ ভোটার ব্রেক্সিটের পক্ষে রায় দিলেও বাংলাদেশি বংশোদ্ভূত টাওয়ার হ্যামলেট এলাকার ভোটাররা ইউরোপে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। চূড়ান্ত ফলাফলে ৬৭.৪৬% নাগরিক ইউনিয়নে থাকার পক্ষে রায় দিয়েছে। আর ব্রেক্সিটের পক্ষে ভোট পড়েছে ৩২.৫৪ শতাংশ। উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস এলাকার প্রায় ৪০% নাগরিকই বাংলাদেশি বংশোদ্ভূত। তিন বাঙালি এমপিও ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে।

কিন্তু, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান শাহগীর বখত ফারুক মনে করেন, ‘আজ ব্রিটেনবাসীর জন্য অসম্ভব খারাপ একটি দিন, বিশ্বের বড় বড় বিশ্লেষক ও দক্ষ অর্থনীতিবিদদের মতামত অগ্রাহ্য করে আমরা যে ভুল গতকাল করেছি, তা সংশোধনের সুযোগ আর থাকল না।’

শাহগীর বখত ফারুক মনে করেন, ইউরোপে থাকলে বরং বাংলাদেশি কমিউনিটি ইমিগ্রেশন ইস্যুতে আরও বেশি সুবিধা পেত। ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের রায়ের কারণে বাংলাদেশি নাগরিকরা এসাইলামসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে ব্রিটেনে থাকার সুযোগ পেতেন। এখন সেই সুযোগ তারা আর পাবেন না। পিতৃত্বকালীন ছুটি থেকেও তারা এখন বঞ্চিত হবেন। রেস্টুরেন্ট স্টাফ সংকট বিষয়ে শাহগীর বখত ফারুক বলেন, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের দ্বারাই রেস্টুরেন্টের সংকট মোকাবিলা করা হচ্ছে। এছাড়া বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ব্রিটিশ সামাজের সঙ্গে আরও বেশি একাত্ম হতে হবে। রেস্টুরেন্টে শুধু বাংলাদেশি নাগরিকদেরকেই কাজ করতে হবে এমন কোনও কথা নেই। আমরা নিজেরা ইমিগ্র্যান্ট হয়ে অন্য দেশের ইমিগ্র্যান্টদের দেখতে পারছি না—এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

/এমএনএইচ/  

/আপ-এএ/

সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
টানা দাবদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০