X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

পশ্চিমতীরে ইসরায়েলের নতুন বসতি নিয়ে উত্তেজনা, নিহত ৩

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৬, ১১:১৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ১১:১৬
image

শুক্রবার কালান্ডিয়া চেকপয়েন্টে সহিংসতা ছড়িয়ে পড়ে পশ্চিম তীরে আরও বেশি করে ইহুদি বসতি স্থাপন করা হবে; ইসরায়েলি নেতাদের দেওয়া এমন হুমকির পর বেড়েছে সহিংসতা। কেবল শুক্রবার পৃথক পৃথক হামলায় দুই ফিলিস্তিনি ও এক ইসরায়েলি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার রামাল্লাহর কাছে কালান্ডিয়া চেকপয়েন্টে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় টিয়ার গ্যাস ছোড়েন ইসরায়েলি সেনারা। নাবলুস এলাকায় ৬৩ বছর বয়সী এক ফিলিস্তিনি টিয়ার গ্যাসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্টের কর্মী এরাব আল ফুকাহা জানান, রমজান মাসের শেষ শুক্রবার হওয়ার কারণে এদিন ওই এলাকায় প্রচুর সংখ্যক মানুষ ছিলেন। ইসরায়েলি সেনারা তাদের ওপর ব্যাপক পরিমাণে টিয়ার গ্যাস ছোড়ে।
হেবরন শহরে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড টুইটারে এমন দাবি করেছেন।
এদিকে অবৈধ ইসরায়েলি বসতির একটি এলাকার পার্শ্ববর্তী ওটনিয়েলের বাইরে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিন জন। ইসরায়েলের মিডিয়ার খবরে বলা হয়, শুক্রবার দুপুরে ইসরায়েলিরা একটি গাড়িতে করে যাচ্ছিলেন। সে সময় উত্তেজিত ফিলিস্তিনিরা ওই গাড়ির ওপর হামলে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার একদিন পরই শুক্রবার দু পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ওই ফিলিস্তিনির বিরুদ্ধে অভিযোগ, তিনি হেবরনের কাছে কিরিয়াত আরবা বসতিতে প্রবেশ করে এক ইসরায়েলিকে ছুরিকাঘাত করেছেন। এর কয়েক ঘণ্টা পরই হেবরনের কাছে বানি নাইম গ্রামটি ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার ইসরায়েলকে বসতি স্থাপন বন্ধ করতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ এর দশকের শুরু থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বেশ কয়েক দফায় শান্তি আলোচনা হয়েছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ব জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। ১৯৬৭ সালের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১শরও বেশি বসতি স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনের আওতায় এ বসতি স্থাপনকে অবৈধ বলে বিবেচনা করা হলেও ইসরায়েল তা মানতে চায় না। সূত্র: আর জাজিরা

/এফইউ/বিএ/

সম্পর্কিত
গাজার উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
ইসরায়েল ও হামাসকে আলোচনায় সক্রিয় রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ডের’ জন্য আবেদকারীদের দৃষ্টি আকর্ষণ
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ডের’ জন্য আবেদকারীদের দৃষ্টি আকর্ষণ
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
তালের শাঁস খেলে মিলবে এই ১০ উপকারিতা
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
উপজেলা নির্বাচনে টাকা বিতরণের ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার
কোষ্ঠকাঠিন্য দূর করতে খান এই ৫ খাবার