X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুলশানে জিম্মি অবস্থার তিনটি ভিডিও

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ১২:৫৯আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:১১
image

রাজধানীর গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পাশাপাশি জিম্মি করে রাখা হয় দেশি-বিদেশি নাগরিকদের। সে সময় পার্শ্ববর্তী ভবন থেকে ধারণ করা কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। অবশ্য পরে ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরীয় নাগরিক ডি.কে হোয়াং তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও প্রকাশ করেছেন। তবে তিনি ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করেছেন, জিম্মিদের মুক্ত করতে পরিচালিত অভিযানের ভিডিও। তবে অভিযান পরিচালনাকারী যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ভিডিওগুলো তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হলেও ইউটিউবে তা পাওয়া যাচ্ছে। 

জিম্মি অবস্থা নিয়ে পোস্ট করা ওই তিনটি ভিডিওর একটির বর্ণনায় হোয়াং লিখেছেন, আপনারা একটি গ্যাস সিলিন্ডার দেখতে পারছেন। এর পাশেই টেবিলে দু'জন জিম্মি। বাম দিকে আপনারা জঙ্গিদের দেখতে পাবেন। 

 জিম্মিদশা নিয়ে পোস্ট করা অন্য এক ভিডিওতে তিনি লিখেছেন, যখন সমঝোতার কথাবার্তা চলছিলো এটি তখনকার ভিডিও। ভেতরে জিম্মিদের দেখা যায়। 

 এ সংক্রান্ত তৃতীয় ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বের হয়ে যাচ্ছেন ৫ জন। 

উল্লেখ্য, ফেসবুকে ডি.কে হোয়াংয়ের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ভিডিওগুলো আদতে গুলশানের জিম্মিদশারই কিনা, তা স্থানীয় কোনও সূত্র নিশ্চিত করেনি। হোয়াং-এর ব্যক্তিগত তথ্যে উল্লেখ করা হয়েছে তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। 

উল্লেখ্য, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশান থানাসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: 

গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

জিম্মি অবস্থা থেকে একই পরিবারের ৫ জনের মুক্তির ভিডিও

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা