X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদের আওতায় মিউনিখ ‘হামলাকারী’র বাবা, বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ১৩:৩০আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১৩:৩০
image

শুক্রবার রাতভর বিভিন্ন অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয় জার্মানির মিউনিখের শপিং সেন্টারে হামলাকারী তরুণের বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। জার্মান সংবাদপত্র বিল্ডের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি নিশ্চিত করেছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ম্যাক্সভরস্টাডিট এলাকায় বসবাস করতেন ওই সন্দেহভাজন হামলাকারী। তার বাড়িতে ফরেনসিক দল তল্লাশি চালাচ্ছে। এক সংবাদ সম্মেলনে মিউনিখের পুলিশ প্রধান হুবেরটাস আন্দ্রে জানিয়েছেন, হামলাকারী ১৮ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। তবে তার হামলার উদ্দেশ্য আসলে কী ছিল সে ব্যাপারে এখনই মন্তব্য করা ঠিক হবে না বলে উল্লেখ করেন তিনি। তবে পুলিশের কাছে হামলাকারীর অপরাধের পূর্ব রেকর্ড ছিল না বলে জানানো হয়েছে।

প্রধান রেল স্টেশন বন্ধ করে দেওয়ার পর অনেক পর্যটক আটকা পড়েন
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালায় বন্দুকধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯ জনকে হত্যার পর আত্মহত্যা করেন ১৮ বছর বয়সী বন্দুকধারী। সবমিলে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মিউনিখে জরুরি অবস্থা ঘোষণা করেছে মিউনিখ কর্তৃপক্ষ।

শুক্রবার গভীর রাতে সংবাদ সম্মেলন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার ঘোষণা দেন মিউনিখ পুলিশের প্রধান হুবেরটাস আন্দ্রে। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ওই ঘটনায় তিন বন্দুকধারী জড়িত ছিল বলে ধারণা করতে বাধ্য হয় পুলিশ। তিনি বলেন, ‘প্রত্যক্ষদর্শীরা যে তথ্য দিয়েছিলেন তাতে পুলিশ ধারণা করেছিল হামলায় একাধিক ব্যক্তি জড়িত। ঘটনাস্থল থেকে দুই ব্যক্তির গাড়িতে করে দ্রুত চলে যাওয়ায় দৃশ্যটি সন্দেহ জোরালো করে তুলেছিল। কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত করে দেখা গেছে ওই দুই ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।’

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। এর আগে সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথম হামলা। এতে অন্তত ২০ জন আহত হন। ওই হামলাটির দায় স্বীকার করে আইএস। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা