X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

লন্ডনে ছুরিকাঘাতে হতাহতরা স্পেনের নাগরিক!

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১০:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:০৮
image

ঘটনাস্থলে রাতভর তদন্ত চালায় পুলিশের ফরেনসিক বিভাগ লন্ডনের রাসেল স্কয়ারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হতাহতদের সঙ্গীরা স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। তারা দলবদ্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল খবরটি নিশ্চিত করেছে। তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখনও হতাহতদের পরিচয় কিংবা জাতীয়তা প্রকাশ করা হয়নি।
মাইকেল নামের এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে জানান, তিনি ২৫ বছরের কাছাকাছি বয়সী এক নারীর পিঠ থেকে রক্ত ঝরতে দেখেছেন। একই বয়সের আরেক নারীকেও হাতে আঘাত পাওয়া অবস্থায় দেখেছেন তিনি। মাইকেলের দাবি, আহতদের সঙ্গে থাকা পুরুষরা স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন।
তিনি বলেন, “আমি চিৎকার শুনলাম। এরপর পার্কে ছুটে গিয়ে দেখতে পেলাম এক নারী মাটিতে পড়ে আছেন, তার পিঠ থেকে রক্ত ঝরছে। আরেক নারীর হাতেও রক্ত দেখা যাচ্ছে। ওই দুই নারীর সঙ্গে থাকা দুই পুরুষ স্প্যানিশ ভাষায় চিৎকার করছিলেন, ‘টিও লো ভি টোডো’। যার অর্থ হলো ‘আমি সব দেখেছি’।”

মাইকেল নামের ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘তারা সবাই স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। তাই আমার ধারণা, তারা দলবদ্ধ ছিলেন।’

উল্লেখ্য, বুধবার রাতে ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাসেল স্কয়ারে হামলা হয়। হামলায় এক বা একাধিক দুর্বৃত্ত জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে রাসেল স্কয়ারে এই ছুরিকাঘাতের ঘটনাকে সম্ভাব্য ‘জঙ্গি হামলা’ বলে মনে করা হচ্ছে। সূত্র: ডেইলি মেইল

/এফইউ/

সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি