X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যেভাবে গ্রেফতার করা হয় রাসেল স্কয়ারের ‘হামলাকারী’কে

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১১:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১১:৪৭
image

ব্রিটেনের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়। স্টান গান (অচেতনকারী বন্দুক) ব্যবহার করে ওই সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

লন্ডন পুলিশের হাতে থাকা স্টান গান

বুধবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে রাসেল স্কয়ারে হামলার খবর পেয়ে পুলিশ পাঁচ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায়। পুলিশ রাত ১০টা ৩৯ মিনিটের দিকে ইলেকট্রিক স্টান গান ব্যবহার করে ইলেকট্রিক শক দিয়ে ১৯ বছর বয়সী ওই সন্দেহভাজনকে অচেতন করে গ্রেফতার করে। সন্দেহভাজন তরুণকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই হামলায় নিহত হয়েছেন ষাটোর্ধ্ব এক নারী। আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ধারণা করছে, ‘হামলাকারী’ তরুণ ‘মানসিকভাবে অসুস্থ’। তবে সম্ভাব্য ‘সন্ত্রাসী সংযোগ’ থাকার বিষয়টিকেও নাকচ করেনি পুলিশ। পুলিশের বিশেষ সন্ত্রাসবাদবিরোধী ইউনিট পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সরাসরি সন্ত্রাসবাদ না থাকলেও সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হয়ে ওই তরুণ হামলা চালিয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

রাসেল স্কয়ারে নিরাপত্তা জোরদার

পুলিশের বিবৃতিতে বলা হয়, ওই হামলায় ছয়জন আহত হয়েছিলেন। এর মধ্যে এক নারী মৃত্যুবরণ করেন, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ছুরিকাঘাতের পর ওই নারীকে ঘটনাস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছুরিকাঘাতের আগে নিহত ওই নারী স্প্যানিশ ভাষায় কথা বলছিলেন। হামলায় আরও দুই নারী এবং তিন পুরুষ আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

ফরেনসিক কর্মকর্তাদের অনুসন্ধান

হামলার পরপরই রাসেল স্কয়ারের সামনে কয়েকটি অ্যাম্বুলেন্স আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনার পর পুরো লন্ডনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরেনসিক দল রাতভর অনুসন্ধান চালিয়েছে ঘটনাস্থলে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া