X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লন্ডনবাসীকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানালেন সাদিক খান

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১৩:০৬আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:১১
image

লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনার পর লন্ডনবাসীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র সাদিক খান। ছুরিকাঘাতের ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

লন্ডনের মেয়র সাদিক খান

সাদিক খান বলেন, ‘আমি লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং এসিসট্যান্ট কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, আমাদের পুলিশ কর্মকর্তারা কি ঘটেছে তা অনুসন্ধানে এবং আমাদের নিরাপদ রাখতে কঠোর পরিশ্রম করছেন। ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার সঙ্গে কথা বলে পুরো ঘটনা ও তার কারণ উদ্ধারের চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমি লন্ডনবাসীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সন্দেহজনক কোনও কিছু চোখে পড়লে অনুগ্রহপূর্বক পুলিশকে জানান। আমাদের পুলিশ এবং নিরাপত্তা সংস্থার চোখ ও কান হয়ে লন্ডনকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’

পুলিশকে সমর্থন জানিয়ে সাদিক বলেন, ‘আমাদের পুলিশ কর্মকর্তারা আমাদের স্বার্থে এক কঠিন কাজ করে যাচ্ছেন। আর তাতে আমার পূর্ন সমর্থন রয়েছে।’

তদন্ত করছেন ফরেনসিক কর্মকর্তারা

উলেখ্য, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে রাসেল স্কয়ারে হামলার খবর পেয়ে পুলিশ পাঁচ মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যায়। পুলিশ রাত ১০টা ৩৯ মিনিটের দিকে ইলেকট্রিক স্টান গান ব্যবহার করে ইলেকট্রিক শক দিয়ে ১৯ বছর বয়সী ওই সন্দেহভাজনকে অচেতন করে গ্রেফতার করে। সন্দেহভাজন তরুণকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে ছুরি হাতে তাকে লোকজনের ওপর হামলা করতে দেখেছেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ওই হামলায় নিহত হয়েছেন ষাটোর্ধ্ব এক নারী। আরও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ধারণা করছে, ‘হামলাকারী’ তরুণ ‘মানসিকভাবে অসুস্থ’। তবে সম্ভাব্য ‘সন্ত্রাসী সংযোগ’ থাকার বিষয়টিকেও নাকচ করেনি পুলিশ। পুলিশের বিশেষ সন্ত্রাসবাদবিরোধী ইউনিট পুরো বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। সরাসরি সন্ত্রাসবাদ না থাকলেও সন্ত্রাসবাদ দ্বারা প্রভাবিত হয়ে ওই তরুণ হামলা চালিয়ে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।  

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এসএ/

সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও