X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

অর্থ উদ্ধারের প্রতিশ্রুতি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ০৮:৪৮আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৪:৩৯
image

নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থ উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ একথা জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে

চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইন সফররত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দলকে নিয়ে দেশটির রাজধানী ম্যানিলায় বাংলাদেশ মিশনে শুক্রবার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, ‘আমরা খুবই আশাবাদী যে, ৮১ মিলিয়ন ডলারের পুরোটাই ফেরত পাব। কারণ প্রেসিডেন্টের (দুতের্তে) কাছ থেকে আমি প্রতিশ্রুতি পেয়েছি।’ অর্থ উদ্ধারে সহায়তায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রেসিডেন্ট দুতের্তের সঙ্গে সাক্ষাৎ করতে ফিলিপাইন সফরে যেতে পারেন বলেও রাষ্ট্রদূত জানিয়েছেন।

ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ

সবশেষ খবর অনুযায়ী, চুরি যাওয়া রিজার্ভের মধ্যে এক কোটি ৮০ লাখ ডলারের হদিস পাওয়া গেছে, যার দেড় কোটি ডলার ফিলিপাইনের বিচার বিভাগের কাছে রয়েছে। সেই টাকা ফিরে পেতেই তৎপরতা চলছে বাংলাদেশের পক্ষ থেকে। রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনতে চলতি সপ্তাহেই বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা দেবপ্রসাদ দেবনাথ ও আব্দুর রব ও কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী আজমালুল হোসাইন ম্যানিলায় যান।

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল দেশটির বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী দেড় কোটি ডলার অর্থের মালিকানা দাবি করে শুক্রবার আদালতে মামলার সঙ্গে জমা দেওয়ার জন্য একটি হলফনামা তারা তৈরি করেছে বলে রয়টার্স জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ফিলিপাইনের বিচার বিভাগ দেড় কোটি ডলারের মালিকানা দাবি করে বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি দলকে মামলা করতে বলেছে। ওই অর্থ এক মাসের মধ্যেই ফেরত পাওয়া যাবে আশা করছেন রাষ্ট্রদূত জন গোমেজ।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৯৫১ মিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। পরে বেশ কিছু পেমেন্ট বন্ধ করে দিয়ে বেশিরভাগ অর্থচুরি ঠেকানো গেলেও ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হন হ্যাকাররা। ওই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি)-এর জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। সেখান থেকে ওই অর্থ ফিলিপিনো পেসোতে রূপান্তরের পর দুটি ক্যাসিনোতে পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী আজমামুল হোসাইন কথা বলছেন, পাশে রাষ্ট্রদূত জন গোমেজ

রাষ্ট্রদূত গোমেজ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক মনে করে আরসিবিসি-কেও এ ঘটনার দায় নেওয়া উচিত, কেননা সেখান থেকে অর্থ উত্তোলন বন্ধের অনুরোধ করার পরও তারা তা অনুসরণ করেনি।’

ইতোমধ্যে অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংক আরসিবিসি-কে ১০০ কোটি পেসো জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬৭ কোটি ২১ লাখ টাকারও বেশি। কোনও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এককভাবে এতো বেশি পরিমাণ জরিমানা করার ঘটনা ফিলিপাইনে এটাই প্রথম বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে আজমালুল হোসাইন বলেছেন, ‘আরসিবিসি যদি ৮১ মিলিয়ন ডলার উদ্ধার করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে।’

চুরি যাওয়া ৮১ মিলিয়ন ডলারের একটি অংশ ফিলিপাইনের একটি মুদ্রা বিনিময় কোম্পানি ফিলরেম সার্ভিস করপোরেশনের মাধ্যমে পেসোয় রূপান্তরিত করে ক্যাসিনোয় স্থানান্তর করা হয়।

অর্থ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিলরেমের বিরুদ্ধেও মামলা করা হতে পারে জানিয়েছেন রাষ্ট্রদূত জন গোমেজ।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
ফের হিট অ্যালার্ট জারি
ফের হিট অ্যালার্ট জারি
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ