X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আদালতের রুলে নিশ্চিত হলো লক্ষাধিক লেবার কর্মীর ভোটাধিকার

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ১৯:৩১আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:৩৪
image

ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরেমি করবিন দলীয় নেতৃত্বের প্রশ্নে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য আইনি লড়াইয়ে জিতে গেলেন ব্রিটিশ লেবার পার্টির পাঁচ নেতা। এর মধ্য দিয়ে দলীয় নেতৃত্বের নির্বাচনে লেবার দলে যোগদানকারী নতুন ১ লাখ ৩০ হাজার সদস্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। নতুন যোগদানকারী এসব লেবার সদস্যকে ভোটাধিকার প্রয়োগের অনুমতি দিয়ে রুল জারি করেছে ব্রিটেনের হাইকোর্ট।
উল্লেখ্য, দলের তৃণমূল কর্মীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে লেবারদের নেতা নির্বাচিত হয়েছিলেন করবিন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আলাদা না হওয়ার পক্ষে অর্থাৎ ‘রিমেইন’ শিবিরের হয়ে প্রচারণা চালিয়েছিলেন তিনি। তবে ব্রিটিশ জনগণের রায় এর বিপক্ষে যাওয়ার পর দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়েন এ লেবার নেতা। করবিনের বিপক্ষে দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জে নামেন ঈগল এবং ওয়েন স্মিথ। পরে অবশ্য স্মিথকে সমর্থন জানিয়ে ঈগল এ লড়াই থেকে সরে দাঁড়ান। করবিন আর স্মিথের মধ্যেই এখন নেতৃত্বের লড়াই হবে। গত মাসে লেবার পার্টির অন্যতম প্রশাসনিক কর্তৃপক্ষ ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি (এনইসি) এর পক্ষ থেকে ভোটারদের ব্যাপারে একটি নির্দেশ জারি হয়। ওই নির্দেশনায় বলা হয়, ১২ জুলাই পর্যন্ত লেবার পার্টির যেসব সদস্যের সদস্য পদের মেয়াদ অন্তত ছয় মাস হয়েছে কেবল তারাই ভোট দিতে পারবেন। পরে লেবার পার্টির পাঁচ সদস্য ১ লাখ ৩০ হাজার নতুন লেবার সদস্যদের পক্ষে আইনি লড়াইয়ে নামেন। অবশেষ আদালত তাদের পক্ষেই রায় দিলো।

বাদী পক্ষের আইনজীবী কেট হ্যারিসনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘লেবার পার্টির সংবিধান মোতাবেক ভোটাধিকার প্রশ্নেই এ মামলাটি করা হয়েছিল। লেবার পার্টির সংবিধান অনুযায়ী, সব সদস্য সমান ও মূল্যবান।’

জেরেমি করবিন ও ওয়েন স্মিথ
আদালতের রুলের ব্যাপারে লেবার পার্টির এক মুখপাত্র বলেন, ‘এটা ঠিক যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্তকে লেবার পার্টি প্রতিহত করতে চায়। আমরা এখন এ রায়কে সতর্কভাবে পড়ে দেখব।’

আদালতের এ রুলের কারণে লেবার পার্টির নতুন সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আদালতের বাইরে অপেক্ষা করছিলেন ক্রিস্টিন ইভানগেলু নামের এমনই এক নতুন সদস্য। তিনি জানান, করবিন ও লেবার মূল্যবোধকে সমর্থন দিতে সম্প্রতি তিনি লেবার পার্টিতে যোগ দিয়েছেন। ক্রিস্টিন বলেন, ‘ওরা আমার ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল তাই আমি বিরক্ত হয়ে উঠেছিলাম।’

দুই সপ্তাহ আগে এমপিদের মনোনয়ন ছাড়াই দলীয় নেতৃত্বের নির্বাচনের ব্যালটে করবিনের নাম রাখার জন্য এনইসির আবেদনের পক্ষে রুল জারি করেছিল হাইকোর্ট। এবারের রুলেও করবিনই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিপেনডেন্ট, হাফিংটন পোস্ট ইউকে, গার্ডিয়ান

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়