X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আইএসবিরোধী লড়াইয়ে ‘শহীদ’ হওয়া এক ব্রিটিশ তরুণের গল্প

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ২০:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২০:০৫
image

ডিন কার্ল ইভান্স মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় গিয়েছিলেন ২২ বছর বয়সী ব্রিটিশ তরুণ ডিন কার্ল ইভান্স। সেনাবাহিনীতে যোগ না দিয়ে পরিচয় গোপন করে কুর্দি বাহিনীর হয়ে আইএসবিরোধী লড়াইয়ে অংশ নিয়েছিলেন তিনি। সিরিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বাজে খাবার, একঘেয়ে জীবন আর আতঙ্ক কোনওকিছুই টলাতে পারেনি তাকে। বরং সিরিয়ার ধূলিমলিন প্রাঙ্গণে উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের মাঝেই নিজের পূর্ণতা খুঁজে পেতেন ইভান্স।
আইএসবিরোধী লড়াইকেই জীবনের একমাত্র লক্ষ্যে পরিণত করেছিলেন ইভান্স। যেন এক ন্যায়যুদ্ধ লড়ছিলেন তিনি। এ যুদ্ধ শেষ হওয়ার আগে কখনও সিরিয়া ছাড়তে চাইতেন না তিনি। নিজ উদ্যোগে পরিচয় গোপন রেখে আইএসবিরোধী লড়াইয়ে নেমেছিলেন তিনি। গত মাসে সিরিয়ায় লড়াইরত অবস্থায় নিহত হন ইভান্স। এই মৃত্যু যেন স্বাভাবিক নয়, যেন  শহিদী মর্যাদা লাভ করেছেন তিনি।
সিরিয়ায় পৌঁছানোর কয়েক মাস পর ইভান্সের দেওয়া একটি সাক্ষাৎকারের অডিওটেপ হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভার। এর আগে কখনও সাক্ষাৎকারটি প্রকাশিত হয়নি। মৃত্যুর ঝুঁকি সম্পর্কে নিশ্চিত ধারণা থাকার পরও সন্মুখযুদ্ধের সীমাবদ্ধতা ও জটিলতা নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছিলেন ইভান্স। এ সাক্ষাৎকারেই তিনি জানিয়েছিলেন, কেন এক বিদেশি যুদ্ধকে ব্যক্তিগত ভেবে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২২ বছর বয়সী দুগ্ধ খামারী কার্ল ইভান্স ছিলেন রিডিং শহরের বাসিন্দা। নাম গোপন করে তিনি লড়াই করতেন। নিজের ব্যতিক্রমী ধারার মিশন শেষ করে কখনও দেশে ফিরতে চাইলে ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে বিতাড়িত করতে পারে কিংবা আইএস অনুরাগীরা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে-এমন আশঙ্কায় নাম গোপন রেখেছিলেন ইভান্স। তবে গত মাসে মানবিস শহরে আইএস-এর গুলিতে তিনি নিহত হওয়ার পর তার আত্মীয় এবং কুর্দি বাহিনীর কমরেডরা তার নাম ঘোষণা করেন।

অবজারভারের হাতে থাকা সাক্ষাৎকারটি থেকে জানা যায় ইভান্স কখন সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সিরিয়ায় কুর্দি নিয়ন্ত্রিত একটি ঘাঁটিতে বসে সাক্ষাৎকারটি দিয়েছিলেন তিনি। দুগ্ধ খামারী ইভান্স তখন জানিয়েছিলেন, মাঠে দীর্ঘ সময় ধরে কাজ করতে করতেই যুদ্ধে যোগ দেওয়ার কথা তার মাথায় এসেছিল। সন্ত্রাসী গোষ্ঠীর উত্থান এবং এ গোষ্ঠীর ছড়ানো আতঙ্ক তাকে উদ্বিগ্ন করে তুলেছিল। তিনি বলেছিলেন, ‘আমি যখন ট্রাক্টরে চেপে বসতাম তখন চিন্তা করার অনেক সময় পেতাম এবং রেডিও শুনতে পারতাম।’



মানবিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে আইএস
সামরিক পরিবারের সদস্য হওয়ার পরও সেনাবাহিনীতে যোগ দেননি ইভান্স। কুর্দি বাহিনীতে যোগ দিয়ে সহিংসতা মোকাবেলা করতে চেয়েছিলেন তিনি। ইভান্স বলেন, ‘সিরিয়ায় আসার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও ঘটনা আমার ওপর প্রভাব ফেলেনি। আমি এ সত্যটুকু জানতাম যে লোকজন এখানে সহায়তার জন্য আসছে। এমন পরিস্থিতিতে বাড়িতে বসে আয়েশের জীবন কাটানো আমার পক্ষে সম্ভব ছিল না।’

ইভান্স জানান, যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নেমেছেন সেই কুর্দি বাহিনীকে চেনার আগে শত্রুপক্ষ আইএসেকে চিনেছেন তিনি। ইভান্স বলেন, ‘কুর্দিদের সম্পর্কে শোনার আগে আইএসকে আমি অনুসরণ করতাম। কুর্দি বাহিনীর অস্তিত্ব সম্পর্কে আমার ধারণা ছিল না। এক বছর আগে প্রথম আমি কুর্দিদের কথা শুনলাম। আর তখন থেকেই সিরিয়ায় আসার উপায় খুঁজছিলাম আমি।’

ইভান্স জানান, একদিন তিনি লায়ন্স অব রোজাভা নামের ইউনিটটির একটি ফেসবুক পেজ খুঁজে পান। সিরিয়ার উত্তরাঞ্চলে এ নামেই আধিপত্য বিস্তার করেছে কুর্দিরা। সাত থেকে আট মাস এ ইউনিটের হয়েই ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে গেছেন ইভান্স। তিনি জানান, তুরস্ক সীমান্তগামী মানুষের ওপর কর্তৃপক্ষের কড়া নজরদারি ছিল। আর সেকারণে তাদের চোখ ফাঁকি দিয়ে সিরিয়া যাওয়াটা সহজ কাজ ছিল না। ইভান্স জানান, তিনি লন্ডন থেকে ডুসেলডর্ফ গিয়েছিলেন, সেখান থেকে বার্লিন তারপর বার্লিন থেকে ইস্তাম্বুলে পাড়ি দেন তিনি। ইভান্স জানান, সীমান্ত পাড়ি দেওয়ার পর একটি ক্যাম্পে সংক্ষিপ্ত প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন। তিন সপ্তাহ পর সন্মুখযুদ্ধে যোগদান করেন তিনি।

ইভান্স জানিয়েছিলেন, কুর্দিরা খুব উদার ও বন্ধুসুলভ। কিন্তু তারপরও তার বাড়ির কথা মনে পড়তো। বিশেষ করতে বাড়িতে রান্না হওয়া খাবারের কথা মনে পড়তো তার। ইভান্স বলেন, ‘কুর্দি খাবার ভালো। তবে আমরা সন্মুখযুদ্ধে ছিলাম। সেখানে মজাদার রান্নার সুযোগ ছিল না।’

যেখানে থাকতেন সেখানে বিদ্যুৎ ছিল না। ঘুমিয়ে, গল্প করে এবং মাঝে মাঝে বেজবল খেলে সময় কাটতো ইভান্সের।

আইএস সদস্যদের টহল
মৃত্যুর ঝুঁকিকে ভয় পান কিনা এমন প্রশ্নের জবাবে ইভান্স জানিয়েছিলেন সিরিয়ায় আসার আগেই তিনি তা নিয়ে ভেবেছেন এবং প্রস্তুতি নিয়ে এসেছেন। তবে ইভান্স বলেছিলেন, তিনি মরতে চান না তবে কিছু ঘটতে যে পারে তার জন্য প্রস্তুতি রয়েছে। তিনি আরও জানিয়েছিলেন, মৃত্যুর চেয়ে আইএসকেই বেশি ভয় পান। সাক্ষাৎকারে কুর্দিদের জন্য আরও অস্ত্র প্রয়োজন বলে জানিয়েছিলেন ইভান্স। সেইসঙ্গে স্বেচ্ছাসেবীরও প্রয়োজন বলে জানান তিনি।

নিজের একটাই লক্ষ্য বলে জানিয়েছিলেন ইভান্স। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বাড়িতে ফিরলে অনেক চিন্তা করতে হবে। গাড়ি, টাকা-পয়সা, সামাজিক বিয়য়াদি নিয়ে ভাবতে হবে। কিন্তু এখানে সেগুলো কোনও বিষয় না। সবার একটাই লক্ষ্য। আর তাহল আইএসকে পরাজিত করা। ইভান্স আরও জানিয়েছিলেন, কুর্দি বাহিনী থেকে চাইলেই যেকোনও সময়ই যোদ্ধারা বের হয়ে যেতে পারে। যেটা আইএস বাহিনীতে সম্ভব হয় না।

উল্লেখ্য, আইএসে যোগ দেওয়ার পর ফিরে যেতে চাইলে শিরশ্ছেদ করা হয়। আর সেকারণে সম্প্রতি যে ব্রিটিশ কিশোরী রাশিয়ার বোমা হামলায় মারা যাওয়ার খবর পাওয়া গেছে সেই খাদিজা পালাতে পারেনি। আইএস থেকে পালাতে গেলে হত্যা করা হবে এমন ভয়ে জঙ্গি সংগঠনটিতে থেকে যাওয়ার কথা জানিয়েছিল বলে খাদিজার পরিবার দাবি করেছে। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী