X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টম ওয়াটসন ফালতু কথা বলছেন: জেরেমি করবিন

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ২৩:২৪আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২৩:২৪

জেরেমি করবিনযুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, তার নির্বাচিত ডেপুটি টম ওয়াটসন ফালতু অভিযোগ করছেন এবং ওয়াটসন নিজেই তা জানেন। ব্রিটিশ দৈনিক ওবজারভারকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে করবিন এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে করবিন জাতীয় শিক্ষানীতি ও দলের চরম বামপন্থীদের অনুপ্রবেশের বিষয়ে টম ওয়াটসনের অভিযোগ নিয়ে কথা বলেছেন।  টম ওয়াটসনের অভিযোগ সম্পর্কে করবিন বলেন, সংবাদমাধ্যমে আমাকে লেখা তার চিঠি আমি পড়েছি। পড়ে মনে হয়েছে বিশ বছর আগে মাইকেল ক্রিক যা লিখেছেন তার পুনরাবৃত্তি।

করবিন আরও বলেন, আমি শুধু টমকে হিসেব করতে বলি, ৩ লাখ মানুষ লেবার পার্টিতে যোগ দিয়েছেন। এটা ভাবা অসম্ভব যে, হঠাৎ করে দেশের ৩ লাখ বিচ্ছিন্নপন্থী মানুষ লেবার পার্টিতে যোগ দিয়েছেন। দুঃখিত টম, এটা একেবারে ফালতু কথা। আমি মনে করি তিনি নিজেও জানেন যে এটা ফালতু।

করবিন বলেন, মানুষ লেবার পার্টিতে যোগ দিয়েছে যাতে করে পার্টিতে অংশগ্রহণ করতে পারে বিশেষ করে তারা যেন নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবং হাইকোর্টও রায় দিয়েছে তারা নেতৃত্ব নির্বাচনে অংশ নিতে পারবেন।

সাক্ষাৎকারে করবিন জানান, লেবার পার্টির সবচেয়ে সিনিয়র নেতা ম্যাকনিকলকে তার সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে দলের জাতীয় নির্বাহী কমিটির প্রশ্নের মুখোমুখি হতে হবে। শুক্রবার ম্যাকনিকলের আইনজীবী দাবি করেছেন দলের নির্বাহী কমিটি নতুন যুক্ত হওয়া ১ লাখ ৩০ হাজার সদস্যকে নেতৃত্ব নির্বাচনে ভোটদান থেকে বিরত রাখতে পারে।

করবিন বলেন, গত কয়েক মাসে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ম্যাকনিল গেছেন তা সম্পর্কে আমরা তার কাছ থেকে প্রতিবেদন পাব। সন্দেহ নাই নির্বাহী কমিটি তাকে প্রশ্ন করবে এবং তিনি সম্ভবত উত্তর দেবেন। কিন্তু নির্বাহী কমিটি কী সিদ্ধান্ত তা দেখতে হবে। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

 

সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া