X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

বায়ু-বিদ্যুতের নেতৃত্ব নিতে যাচ্ছে যুক্তরাজ্য!

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ২১:১৩আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২১:১৪
image

বিশ্বের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ইয়র্কশায়ারে নির্মিতব্য প্রকল্পটি ইতোমধ্যেই সরকারের অনুমোদন পেয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে যুক্তরাজ্য বায়ু-বিদ্যুতের নেতৃত্ব নিতে যাচ্ছে বলে মনে করছেন দেশটির জ্বালানি সচিব।

বায়ু-বিদ্যুত প্রকল্প

ইন্ডিপেনডেন্ট-এর খবরে বলা হয়েছে, ওই বায়ু বিদ্যুৎ প্রকল্পে থাকবে ৩০০ টারবাইন। উৎপাদিত বিদ্যুতের পরিমাণ হবে প্রায় এক হাজার ৮০০ মেগাওয়াট। আর তা ১৮ লাখ পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘হর্নসি প্রজেক্ত টু’।

এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তের পর যুক্তরাজ্যের বাণিজ্য ও জ্বালানি সচিব গ্রেগ ক্লার্ক দাবি করেন, এর ফলে ‘বিশ্বে বায়ু বিদ্যুতে যুক্তরাজ্য নেতৃত্ব দেবে’। এই প্রকল্পকে বিকল্প জ্বালানিতে সবচেয়ে বড় বিনিয়োগ এবং এর ফলে প্রচুর কাজের সংস্থান বলে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের শিল্পায়ন গত কয়েক বছরে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আর স্বচ্ছ, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাটা আমাদের পরিকল্পনার মৌলিক অংশ।’

মন্ত্রী পরিষদের দাবি করেছেন, এই প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে ডেনিশ কোম্পানি ডং এনার্জি। এর ফলে নির্মাণ খাতে এক হাজার ৯৬০ জন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণে আরও ৫৮০ জনের কর্মসংস্থান হবে।

বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাওয়া পর্যন্ত প্রায় ছয় বিলিয়ন পাউন্ড খরচ হবে বলে মন্ত্রীরা জানিয়েছেন। ডং এনার্জি যুক্তরাজ্যের চেয়ারম্যান ব্রেন্ট চেশায়ার বলেছেন, ‘আমরা ইতোমধ্যে যুক্তরাজ্যে ছয় বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি। আর এবারের ‘হর্নসি প্রজেক্ত টু’ আরেকটি নতুন সম্ভাবনা সামনে নিয়ে এলো।’

যুক্তরাজ্য এই দশকের শেষ নাগাদ ১০ গিগাওয়াট বিকল্প জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এজন্য চলতি পার্লামেন্ট বিকল্প জ্বালানিতে ৭৩০ মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই
ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
যে কারণে রুশ তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না
সর্বশেষ খবর
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
চোখের জলে পাইলট জাওয়াদকে বিদায়
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
শেষের দিকে সোহেলের ভুলে আবাহনীর ড্র
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
মা দিবসে কী উপহার দেবেন মাকে?
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক