X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কারাগারের পথে সেই ‘আইএস সমর্থক’ ইসলাম প্রচারক

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ২৩:২৬আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২৩:২৬
image

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর পক্ষে লোক জড়ো করে প্রচারণা চালানো এবং নতুন জঙ্গি তৈরি করার অভিযোগে ব্রিটেনের সবচেয়ে ‘বিদ্বেষপূর্ণ’ বক্তব্য দেওয়া ইসলাম প্রচারক আনজেম চৌধুরী এবং তার সহযোগী মিজানুর রহমানকে অভিযুক্ত করেছেন আদালত।

আইএস সমর্থক আনজেম চৌধুরী

ব্রিটেনে জন্ম নেয়া পাকিস্তানী বংশোদ্ভূত আনজেম চৌধুরী লন্ডনের ইলফোর্ডে বসবাসকারী ৫ সন্তানের জনক। আদালতে নিজেই তার পক্ষে লড়েন এবং নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেন।

আনজেম চৌধুরী নিজেই একজন আইনজীবী এবং মুসলিম ল’ইয়ার নামক সংগঠনের চেয়রাম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আদালতের শুনানির পর সন্ত্রাসবাদ আইন-২০০০ অনুযায়ী আনজেম চৌধুরী এবং মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। বিচারক হলরয়েড জানিয়েছেন, তাদের ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

সন্ত্রাস-বিরোধী পুলিশ গত ২০ বছরের তথ্য-প্রমাণাদি সংগ্রহ ও তা বিশ্লেষণ করে আদালতে উপস্থাপন করেছে।

আনজেম চৌধুরী গত বছর থেকে তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের কাজ চলছে। আনজেম চৌধুরী ও তার সহযোগী মোহাম্মদ মিজানুর রহমান নামে দুইজনের বিরুদ্ধে আইএস-এর পক্ষে মানুষকে উৎসাহিত করার অভিযোগ গঠন করা হয়। আনজেম চৌধুরী ও রহমানের প্রকাশিত এক অনলাইন বার্তায় দেখা গেছে আইএস নেতা আবু বকর আল বাগদাদীর বক্তব্যকে সমর্থন দিচ্ছেন তারা।
এর আগে স্পেশাল ক্রাইম এন্ড কাউন্টার টেররিজম-এর প্রধান সু হ্যামিং জানান, মেট্রোপলিটন পুলিশ ও কাউন্টার টেররিজম তদন্তের পরই আনজেম চৌধুরী ও মিজানুর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
তিনি আরও জানান, ‘আমাদের কাছে প্রমাণ আছে আনজেম চৌধুরী ও রহমান আইএস এ যোগ দেয়ার জন্য সাধারণ মুসলিমদের দাওয়াত দিচ্ছেন। ২০১৪ সালের ২৯ জুন এবং চলতি বছরের ৬ মার্চ এই দুই ব্যাক্তি একই ধরণের অপরাধ করেছেন। যা সন্ত্রাসবাদ আইন- ২০০০ এর ১২ ধারাকে অমান্য করেছে।’
২০১১ সালে ব্রিটেনের কিছু এলাকায় শরিয়া আইন চালুর জন্য পোস্টারিং করিয়েছিলেন বলে সেই সময় ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে স্বীকার করেছিলেন আনজেম চৌধুরী। ২০১৩ সালে উলউইচে ব্যারাকের সামনে সেনা সদস্যকে খুনের পিছনে আনজেম চৌধুরীর সংশ্লিষ্টতার বিষয়টি সংবাদ মাধ্যমে আলোচিত ছিল।

বাকিংহাম প্যালেসের মসজিদের মতো করে এডিট করা এই ছবির সামনে আনজেম চৌধুরী
আনজেম চৌধুরীর ও মিজানুর রহমানের প্রচারিত বক্তব্যে দেখা গেছে তারা আইএস-কে সমর্থন ও তাতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আনজেম ‘আল মুহজিরুন’ নামে একটি ইসলামি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, যা ১৯৯৬  সালে ওমর বাকরি মোহাম্মদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বাকেরির সহযোগী হিসেবে আনজেম শত শত  মুসলিম তরুণকে উৎসাহিত করেছেন এবং কিছুদিন পর নিজেকে শরিয়া বিশেষজ্ঞ হিসাবে দাবি করেন। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০১০ সালে সংগঠনটি নিষিদ্ধ করে দেয়।

উল্লেখ্য, এর আগে একবার আনজেম চৌধুরী দাবি করেছিলেন, ব্রিটেনের বাকিংহাম প্যালেসকে মসজিদে পরিণত করতে হবে। তিনি এমন একটি এডিট করা ছবিও প্রচার করেছিলেন। ঘরের বাইরে বেরোতে চাইলে অন্য নারীদের মতো রাণীকেও বোরকা পরার উপদেশ দেন তিনি।

সূত্র: দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল।  

/এসএ/

সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি