X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিয়া যুদ্ধ: ইরানের ঘাঁটি আর ব্যবহার করবে না রাশিয়া

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ০৯:৫২আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ০৯:৫২

রুশ যুদ্ধবিমানইরানের বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় আর বিমান হামলা চালাবে না রাশিয়া। সোমবার তেহরান জানিয়েছে, ইরানের ঘাঁটি ব্যবহার আর রাশিয়ার প্রয়োজন নেই। ইরানের এ ঘোষণার পরও যুক্তরাষ্ট্র সংশয় প্রকাশ করেছে, সত্যিকার অর্থে ইরানের ঘাঁটি ব্যবহার রাশিয়া বন্ধ করবে কিনা তা নিয়ে। রাশিয়াও জানিয়েছে, ভবিষ্যতে প্রয়োজনে আবারও ইরানের বিমান ঘাঁটি ব্যবহার করবে তারা।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি বলেন, এটা ছিল নির্দিষ্ট ও অনুমোদিত অভিযান। এখন তা শেষ হয়ে গেছে।

ভবিষ্যতে রাশিয়া ইরানের ঘাঁটি ব্যবহার করার পথও উন্মুক্ত রেখেছে ইরান। ঘাসেমি জানিয়েছেন,  এটা নির্ভর ‘এ অঞ্চলের পরিস্থিতি ও আমাদের অনুমতি দেওয়ার ওপর’।

তেহরানে নিযুক্ত রুশ কূটনীতিক লেভান জাগারিয়ান বলেছেন, হামেদান ঘাঁটি থেকে রাশিয়ার সবগুলো যুদ্ধ বিমান ফিরে গেছে। প্রয়োজনে ভবিষ্যতে রাশিয়া আবারও এ ঘাঁটি ব্যবহার করবে। তিনি বলেন, ‘আশঙ্কার কোনও কারণ নেই। যদি দুই দেশের নেতার বিবেচনায় প্রয়োজন মনে হয় এবং চুক্তিতে পৌঁছা যায়, তাহলে এতে (ঘাঁটি ব্যবহারে) সমস্যা কোথায়? এই মুহূর্তে হামেদানে কোনও রুশ যুদ্ধবিমান নেই।’

সিরিয়ায় ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান সমর্থক রাশিয়া ও ইরান।

মস্কো থেকে আল-জাজিরার প্রতিবেদন ররি চালান্ডস জানান, রবিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন ডেহঘান রাশিয়ার সমালোচনা করে বলেন, রাশিয়া শক্তি প্রদর্শন করছে। রাশিয়ার উচিত ছিল বিষয়টি গোপন রাখা। তারা না করে লোক দেখাচ্ছে। তিনি জানান, ইরানের নেতাদের মধ্যে বিভক্তির কারণেই হয়ত এ অভিযান বাদ দেওয়া হয়েছে।

ইরান ও রাশিয়ার এ ঘোষণার পর সোমবার রাতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ঘাঁটিটি একেবারে ব্যবহার করে দিয়েছে কিনা, এ বিষয়ে তারা সম্পূর্ণ নিশ্চিত নয়। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, তারা নিবিড়ভাবে রাশিয়া ও ইরানের সহযোগিতা নজর রাখছেন।  

সিরিয়ায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে রাশিয়ার বিদেশি ঘাঁটি ব্যবহারের ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ আগস্ট)।  এর আগে সিরিয়ায় অভিযান চালাতে মধ্যপ্রাচ্যের অন্য কোনও দেশের ভূখণ্ড ব্যবহার করেনি রাশিয়া। তবে নাটকীয়ভাবেই এ অভিযান সমাপ্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে মঙ্গলবার রাশিয়ার এসইউ-৩৪ এবং টিইউ-২২ নামে দুটি যুদ্ধবিমান ইরানের হামাদান বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছে। বিমান দুটি আলেপ্পোতে আইএস ও আল-নুসরা ফ্রন্টকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ ছাড়াও দেইর আল-জোর এবং ইদলিবেও হামলা চালায় রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আইএস-এর পাঁচটি প্রধান অস্ত্রাগার, প্রশিক্ষণ কেন্দ্র ও পরিচালনা ফাঁড়িতে আক্রমণ চালানো হবে। এ সংক্রান্ত একটি অ্যানিমেশন ভিডিও প্রকাশ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়। এতে  রাশিয়ান টিইউ-২২এম৩ নামের যুদ্ধবিমানকে সিরিয়ার ‘জঙ্গিদের লক্ষ্য করে’ বোমা হামলা চালাতে দেখা যায়।

২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধে জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ৪ লাখ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানান সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন মিস্তুরা। লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছেন।  সূত্র: আল-জাজিরা।

/এএ/

 

সম্পর্কিত
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
দৃঢ় প্রতিরোধ হামাসেরজাবালিয়ায় ট্যাংক-বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা
সর্বশেষ খবর
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির