X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ সমরাস্ত্রে ইয়েমেন ধ্বংস করছে সৌদি আরব: অক্সফাম

বিদেশ ডেস্ক
২৩ আগস্ট ২০১৬, ২৩:২৫আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২৩:৩০
image

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম দাবি করেছে, তাদের কাছে থাকা প্রমাণ অনুযায়ী ব্রিটিশ সমরাস্ত্রে ইয়েমেনে সামরিক হামলা জোরদার করছে সৌদি আরব। ইয়েমেনে সামরিক অভিযানের পরও ব্রিটেন সৌদি আরবকে অস্ত্র বিক্রি করায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি সংস্থাটির।

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার বিধ্বস্ত ইয়েমেন

উল্লেখ্য, গত বছর ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা সহ উত্তরাঞ্চলের একটা বড় অংশ দখল করে নেয়। তাদের দমনে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও শিয়াপন্থী হুথিদের নির্মূল করতে চায়।

সৌদি জোট ক্রমাগত হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বিমান হামলা চালাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার অক্সফামের এক জ্যেষ্ঠ নির্বাহী জেনেভায় এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন, যুক্তরাজ্য আগে ‘অস্ত্র বাণিজ্য চুক্তি’ মানার ক্ষেত্রে কঠোরতা অবলম্বনের কথা বললেও এখন তারা সেই ‘অস্ত্র বাণিজ্যের পৃষ্ঠপোষক’।

সৌদি হামলায় ঘরহারা শিশু

ইয়েমেনে সৌদি হামলা শুরু পর জাতিসংঘ, যুক্তরাজ্য এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার এর সমালোচনা করেছে।

সমরাস্ত্র সরবরাহ বিষয়ক সংস্থা ক্যাম্পেইন অ্যাগেইনস্ট আর্মস ট্রেড জানিয়েছে, ব্রিটেন সৌদি আরবে সমরাস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। সমালোচনা সত্ত্বেও সম্প্রতি সৌদি আরবে  ৩.৩ বিলিয়ন পাউন্ডের সমরাস্ত্র রফতানি করেছে ব্রিটেন।

সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনে বিমান হামলা পরিচালনার দায়িত্বেও রয়েছেন ব্রিটিশ ও মার্কিন কমান্ডাররা।

পেনি লরেন্স

অক্সফামের উপ-প্রধান নির্বাহী পেনি লরেন্স বলেন, ‘ব্রিটেনের সমরাস্ত্র ও সামরিক সহায়তায় সৌদি আরব ইয়েমেনে নৃশংস হামলা চালাচ্ছে। আর তা ‘আর্মস ট্রেড ট্রিটি’-র লঙ্ঘন। সেই যুদ্ধে স্কুল, হাসপাতাল এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো হচ্ছে ব্রিটিশ সমরাস্ত্রে।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ সরকার তা অস্বীকার করেই যাচ্ছে। আর সেই সঙ্গে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে আরও ধ্বংস চালানোর সুযোগ করে দিচ্ছে।’ ব্রিটিশ সরকার সমরাস্ত্র বিক্রির বিষয়ে পার্লামেন্টকে বিভ্রান্তিতে রাখছে বলেও তিনি অভিযোগ করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা