X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে আরও অস্ত্র দেবে ভারত, উদ্বিগ্ন পাকিস্তান

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ১৯:০৩আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৯:০৪
image

আফগানিস্তানকে আরও অস্ত্র দেবে ভারত, উদ্বিগ্ন পাকিস্তান ইসলামি জঙ্গিদের মোকাবেলার কথা বলে আফগানিস্তানকে আরও বেশি পরিমাণে অস্ত্র সহায়তা দিতে যাচ্ছে ভারত। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের খবরেও আফগানিস্তানকে ভারতের অস্ত্র দেওয়ার সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ বছরে ভারত আফগানিস্তানকে ২ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দিয়েছে।  তবে বিপুল পরিমাণের এই সহায়তা প্রকল্পে অস্ত্র ছিল না। গত বছর ডিসেম্বরে নয়াদিল্লি আফগানিস্তানকে ৪ টি বোমারু হেলিকপ্টার দেওয়ার কথা ঘোষণা করে। এইসব সামরিক সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে ভারত কত অর্থ পাবে বা কতটা বিনামূল্যে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।
কাবুলে তালেবান শাসনের অবসানের পর সেইবারই প্রথম আফগানিস্তানকে এ ধরনের সামরিক সরঞ্জাম প্রদানের ঘোষণা করা হয়। ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত শাইদা মহম্মদ আবদালি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে। তালিবান, ইসলামিক স্টেট এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলির মোকাবিলার জন্য আফগানিস্তানের অস্ত্রের খুবই প্রয়োজন।’ তিনি আরও বলেছেন, চারটি হেলিকপ্টারের জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের আরও অনেক বেশি প্রয়োজন। বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতির দিকে এগিয়ে চলেছি, যা ভারত সহ এই অঞ্চলের প্রত্যেকের কাছেই উদ্বেগজনক।’
আগামী ২৯ আগস্ট ভারতে আসছেন আফগানিস্তানের সেনাপ্রধান জেনারেল কাদাম শাহ শাহিম। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে আলোচনাক্রমে যে সামরিক সরঞ্জামের তালিকা তৈরি হয়েছে তা আফগান সেনাপ্রধান ভারতের কাছে পেশ করবেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলছে, আফগানিস্তানকে এমআই-২৫, সেনা ও চিকিত্সা সংক্রান্ত প্রয়োজনে ব্যবহারের জন্য ছোট হেলিকপ্টার এবং সেদেশের বায়ুসেনাতে থাকা রুশ-নির্মিত বিমানের যন্ত্রাংশ সরবরাহ করতে পারে ভারত।

এইসব সামরিক সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে ভারত কত অর্থ পাবে বা কতটা বিনামূল্যে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ভারতের সঙ্গে আফগানিস্তানের এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা পাকিস্তানের আশঙ্কা বাড়িয়ে তুলতে পারে।

এইসব সামরিক সরঞ্জাম প্রদানের ক্ষেত্রে ভারত কত অর্থ পাবে বা কতটা বিনামূল্যে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র। যদিও তিনি পাকিস্তানে অস্থিরতা তৈরির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, আমাদের আশা, পাকিস্তানে অস্থিরতা তৈরির জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করবে না ভারত। ডন, ইন্ডিয়ান এক্সপ্রেস

/বিএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী