X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গুলেনকে ফেরত দিতে কোনও অজুহাত নয়: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ২০:২৫আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:৩১

রজব তাইয়্যেব এরদোয়ান
ফেতুল্লাহ গুলেনকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ফের আহ্বান জানিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ১৫ জুলাইয়ের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য দায়ী গুলেনকে ফিরিয়ে দিতে কোনও অজুহাত নয়। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে গুলেনকে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি সরকারিভাবে অনুরোধ জানায় তুরস্ক। অভ্যুত্থান চেষ্টায় গুলেন-এর জড়িত থাকার কিছু প্রমাণ ওয়াশিংটনে পাঠানো হয়। এরপরই গত ২২ আগস্ট দেশটি সফরে আসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একটি প্রতিনিধি দল। গুলেনের বিরুদ্ধে তুর্কি সরকারের অভিযোগ খতিয়ে দেখতেই তাদের এ সফর।

এমতাবস্থায় মনে করা হচ্ছে, গুলেনকে তুরস্কে ফিরিয়ে আনার বিষয়ে দুই দেশের পারস্পরিক যোগাযোগে উন্নতি হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে বুধবার রাতে আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন-এর।

জো বাইডেন-এর সঙ্গে অনুষ্ঠিতব্য ওই বৈঠকের আগেই এরদোয়ান জানিয়েছেন, গুলেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেবেন তিনি। ব্যর্থ অভ্যুত্থানের জন্য অভিযুক্ত গুলেনকে ফেরত দিতে কোনও অজুহাত গ্রহণযোগ্য নয়।

ফেতুল্লাহ গুলেন

এরদোয়ান বলেন, গুলেনকে ফেরত দিতে তুরস্কের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়েছে।

১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন তুর্কি ধর্মবেত্তা ফেতুল্লাহ গুলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার নিজ বাড়িতে বসবাস করছেন। তুর্কি সরকারের পক্ষ থেকে এর আগেও যুক্তরাষ্ট্রের কাছে একাধিকবার গুলেনকে ফেরত চাওয়া হয়েছিল।

গুলেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যকার সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘হয় গুলেন, না হয় তুরস্ক, যে কোনও একটিকে বেছে নিতে হবে।’

সর্বশেষ গত ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের মূল হোতা হিসেবে গুলেনকে অভিযুক্ত করে তুর্কি কর্তৃপক্ষ। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন গুলেন।

দফায় দফায় তুরস্কের আহ্বানের জবাবে যুক্তরাষ্ট্র জানায়, গুলেনের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিলে বিষয়টি তার বিবেচনা করে দেখবে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন