X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চলতি বছরে তিন লাখ শরণার্থী আসছে জার্মানিতে

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৬, ১৩:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৪:০০
image

জার্মানির শরণার্থী বিষয়ক দফতর ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস (বিএএমএফ) জানিয়েছে, দেশটিতে চলতি বছরে সর্বোচ্চ তিন লাখ শরণার্থী আসতে পারে বলে তারা ধারণা করছেন।

বার্লিনে শরণার্থী শিশুদের আশ্রয়কেন্দ্র

বিএএমএফ-এর প্রধান ফ্রাঙ্ক-জুয়েরগেন ওয়েসি স্থানীয় বিল্ড আম সোনতাগ পত্রিকাকে বলেছেন, ‘আমরা চলতি বছরে আড়াই লাখ থেকে তিন লাখ শরণার্থীকে স্বাগতম জানাতে প্রস্তুত।’ তবে জার্মানির ওই বক্তব্য শরণার্থী এবং আশ্রয়প্রত্যাশী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ উভয় ক্ষেত্রে জার্মান কর্তৃপক্ষ ‘শরণার্থী’ শব্দটি ব্যবহার করে।

ওয়েসি আরও বলেন, যদি ধারণার থেকেও বেশি শরণার্থী জার্মানিতে আসেন, তাহলে তার দফতর চাপে পড়তে পারে। তবে বর্তমান অবস্থায় তিন লাখের খুব বেশি শরণার্থী এখানে আসবে না বলেই তারা মনে করছেন।

তিনি জানান, ২০১৫ সালেও ধারণার চেয়ে কম শরণার্থী জার্মানিতে এসেছিল। তিনি বলেন, ‘আমরা শিগগিরই পূর্ণ তালিকা প্রদান করব। তবে এটুকু নিশ্চিত যে, তা ১০ লাখের বেশি নয়।’

মনে করা হয়, জার্মানিতে গত বছর ১১ লাখ শরণার্থী প্রবেশ করেছিল। তবে ওয়েসি বলছেন, তাদের অনেকেই জার্মানি থেকে অন্য গন্তব্যে পারি জমিয়েছেন।

জার্মানিতে আসা নতুন শরণার্থীদের শ্রম বাজার কার্যকর করতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তবে শরণার্থীদের ৭০ শতাংশই কর্মক্ষম। তাদের কাজ পাওয়ার পূর্বে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

শরণার্থীদের মধ্যে ১০ শতাংশের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। ৪০ শতাংশের কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে বলে জানান ওয়েসি।  

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা