X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
সিনেটে অভিশংসন শুনানিতে আত্মপক্ষ সমর্থন

আমাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই: দিলমা রোসেফ

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৬, ২১:৫০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ০০:০৪

আমাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই: দিলমা রোসেফ দুর্নীতির অভিযোগে বরখাস্তকৃত ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ অভিশংসন নিয়ে সিনেটের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দি দিয়েছেন। এতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই।

অভিশংসন বিষয়ে সিনেটের শুনানিতে নিজের অবস্থান ব্যক্ত করতে স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় সিনেট ভবনে উপস্থিত রোসেফ। নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপনে রোসেফ দাবি করেন, তিনি আইন ভঙ্গ করেননি। এমন কোনও কাজ করেননি যার জন্য তাকে অভিশংসন করা যেতে পারে।

দিলমা রোসেফ বলেন, আমার সরকার ভুল করেছে কিন্তু কখনও ভোটারদের সঙ্গে প্রতারণা করেনি। আমার বিরুদ্ধে অযৌক্তিক ও অন্যায়ভাবে যেসব অভিযোগ আনা হয়েছে, সে অপরাধ আমি কখনও করিনি।

সিনেট শুনানিতে রোসেফ তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়াকে  একে ‘সংসদীয় ক্যু’ বলে পুনরায় অভিহিত করেন। তিনি বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই। আমি নির্দোষ, আমি একজন সৎ মানুষ এবং কখনও আমি কোনও অপরাধ করিনি।

যুক্তি উপস্থানের সময় অতীতে সামরিক শাসনের বিরুদ্ধে নিজের সংগ্রামী ভূমিকার কথাও মনে করিয়ে দেন রোসেফ। তিনি বলেন, তখন আমি অনেক সমর্থ ছিলাম। এখন প্রায় ৭০ বছর আমার বয়স। এখনও আমি শক্তিশালী আছি।’ তিনি জানান, এর আগে তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ তিনি গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।

সিনেট ভবনে যখন রোসেফ পৌঁছান সেখানে তার প্রায় দুইশ সমর্থক জড়ো হয়েছিলেন। এ সময় তারা তার পক্ষে স্লোগান দেন।

রোসেফের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে ক্রমবর্ধমান ঘাটতি লুকাতে তিনি বাজেটে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন। এ অভিযোগে চলতি বছরের মে মাসে ব্রাজিলের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাকে অভিসংশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে সাময়িকভাবে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হয়। ছয়মাস ধরে সিনেটে অভিশংসন শুনানি চলবে। এ সময় রোসেফ বরখাস্ত থাকবেন। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন রোসেফের ভাইস-প্রেসিডেন্ট মিচেল তেমের।

এর আগে সিনেটের শুনানিতে অংশ নিয়ে ব্রাজিলের সাবেক  অর্থনীতিমন্ত্রী নেলসন বারবোসা বলেছেন, অভিশংসনের নায্যতা দিতে পারে এমন কোনও আইন ভাঙেননি দিলমা রোসেফ। স্বাক্ষী হিসেবে একই কথা বলেছেন রিও স্টেট ইউনিভার্সিটির আইনের অধ্যাপক রিকার্ডো লোদি।

একই ধরনের স্বাক্ষ্য দিয়েছেন আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাদের দাবি, বাজেট নিয়ে দুর্নীতির যে অভিযোগ রোসেফের বিরুদ্ধে আনা হয়েছে তা ব্রাজিলে বরাবরই চর্চা হয়ে আসছে। এটা ব্রাজিলের অর্থনৈতিক ধ্বংসের সঙ্গে কোনওভাবেই সংশ্লিষ্ট নয়।

রোসেফকে অভিসংশনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ব্রাজিলের সিনেটরা এ সপ্তাহে ভোট দেবেন। রোসেফকে অভিসংশিত করতে ব্রাজিলের ৮১ জন সিনেট সদস্যের অন্তত ৫৪ জনের ভোট প্রয়োজন। সূত্র: আল-জাজিরা, বিবিসি।

/এএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা