X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জঙ্গিদের খবর কম দেওয়াই ভালো: কেরি

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০১
image

জন কেরি গণমাধ্যমে সন্ত্রাসবাদের খবর কম পরিবেশন করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার মতে, সন্ত্রাসী হামলা নিয়ে সংবাদ পরিবেশনের মাত্রা কমানোর মধ্য দিয়ে মিডিয়াগুলো মানুষের উপকার করতে পারে। সম্প্রতি বাংলাদেশ সফরকালীন এডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেরি একথা বলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ আগস্ট) বাংলাদেশ সফরে আসার পর কেনেডি সেন্টারে সংবাদ সম্মেলন করেন কেরি। সেসময়, বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে কেরি সন্ত্রাসবাদের মূল কারণ, সমস্যা এবং জঙ্গিরা কিভাবে বার্তা ছড়ায় তা নিয়ে আলোচনা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, জঙ্গিবাদের খবর পরিবেশনের ব্যাপ্তি কমিয়ে গণমাধ্যমগুলো মানুষের সেবা করতে পারে।
কেরি বলেন, ‘এ কথা মনে রাখবেন: কোনও দেশই সন্ত্রাসবাদমুক্ত নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়াটা খুব সহজ। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭দিন এবং বছরে ৩৬৫ দিনই তৎপর থাকতে হয়। কিন্তু কেউ যদি একদিনেই চিন্তা করে সন্ত্রাসী হয়ে যাবে এবং আত্মঘাতী হওয়ার ইচ্ছে পোষণ করে তবে সহজেই সে বের হয়ে মানুষকে হত্যা করতে পারে। কিছু গোলমাল তৈরি করতে পারে। সম্ভবত মিডিয়া এসব ঘটনার পুরোপুরি কাভারেজ না দিয়ে আমাদের সহায়তা করতে পারে। কী হচ্ছে তখন তা লোকজন অতোটা জানবে না।’

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘে দেওয়া ভাষণের কিছু শব্দ এক্ষেত্রে প্রতিধ্বনিত করেছেন কেরি। সেই ভাষণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন- ‘প্রথমত, সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদেরকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ নিয়ে ওবামার সভাপতিত্বে আয়োজিত কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রেমিজম সামিট-এ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এ ব্যাপারে বেশ জোরালোভাবে আলোচনা করেছেন। সেটি খুব চমৎকার আলোচনা ছিল। আমি ভেবেছিলাম কিভাবে সন্ত্রাসবাদের মূল কারণগুলো শনাক্ত করা যাবে তা নিয়ে সামষ্টিকভাবে কিছু মন্তব্য আসবে। আমাদেরকে সন্ত্রাসীদের সেফ হ্যাভেনগুলো বাদ দিতে হবে, বিদেশি যোদ্ধাদের ঠেকাতে হবে, সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধ করতে হবে, সন্ত্রাসী সংগঠনগুলোর প্রপাগান্ডাগুলোকে মিথ্যে বলে প্রমাণ করতে হবে। তবে দিনে ২৪ গণ্টা, সপ্তাহে ৭ দিন ও বছরে ৩৬৫ দিন অবিরত মিডিয়া কাভারেজের কারণে তা চ্যালেঞ্জিং হতে পারে। কেননা, সন্ত্রাসীরা বুঝে ফেলেছে, কত উপায়ে মিডিয়াকে ব্যবহার করা যায়।’

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বশেষ খবর
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’