X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইতালির ভূমিকম্পে নিহতদের ব্যঙ্গ করে সমালোচনার মুখে শার্লি এবদো

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪০

ইতালিতে ভয়াবহ ভূমিকম্পে নিহতদের নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছে ফরাসি বিদ্রুপাত্মক সাময়িকি শার্লি এবদো। কার্টুনটিতে ভূমিকম্পে নিহতদের ইতালির বিখ্যাত পাস্তা খাবার হিসেবে উপস্থাপন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

কার্টুনটিতে দেখা যায়, ভূমিকম্পে আহত এক পুরুষ ও নারী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তাদের পাশে রয়েছে ধ্বংসস্তুপ ও লাশের তাক। পুরুষ ও নারীকে সস হিসেবে উল্লেখ করা হয়েছে। আর লাশের  তাককে বলা হয়েছে লাসাগনে নামত পেসতা। পুরো কার্টুনের নাম দেওয়া হয়েছে ‘ইতালীয় ভূমিকম্প স্টাইল’।

কার্টুনটি ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমাট্রিস শহরের মানুষদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এ শহরটি টমোটো ভিত্তিক পাস্তা সস উৎপাদনের বিখ্যাত। এখানে ৬.২ মাত্রার ভূমিকম্পে ২৩০ জন মানুষের মৃত্যু হয়েছে। শহরটির মেয়র সার্জিও পিরোজ্জি কার্টুনটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইতালির বার্তা সংস্থা আনসাকে তিনি বলেন, ‘এটা অর্থহীন ও বিব্রতকর। কীভাবে তারা নিহতদের নিয়ে এমন একটি কার্টুন আঁকতে পারল?’। তিনি আরও বলেন, ‘এ কার্টুন প্রকাশের মধ্য দিয়ে ফরাসিদের রুচির প্রকাশ ঘটেছে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। ইতালির বিচারমন্ত্রী আন্দ্রেয়া ওরলান্ডোও এ কার্টুনের নিন্দা জানিয়েছেন। যদিও এর বেশি কিছু বলেননি।

ক্ষোভ ও নিন্দার মুখে রোমে অবস্থিত ফরাসি দূতাবাস শুক্রবার এক বিবৃতি দিয়েছেন। এতে দাবি করা হয়েছে, কার্টুনটি দুর্যোগ সম্পর্কে ফ্রান্সের মনোভাব প্রকাশ করে না।

অবশ্য এতো সমালোচনার মুখেও শার্লি এবদোর পক্ষ থেকে কোনও দুঃখ প্রকাশ করা হয়নি। বরং শুক্রবার আরেকটি কার্টুন প্রকাশ করা হয়েছে একই বিষয় নিয়ে।

এর আগেও বিতর্কিত কার্টুন প্রকাশ করে সমালোচনার মুখে পড়ে শার্লি এবদো। বিশেষ করে মহানবী (সাঃ)-কে কার্টুন প্রকাশ করে বেশ নিন্দিত হয় হয় সাময়িকিটি। এর জের ধরে জঙ্গি হামলায় শার্লি এবদো বেশ কয়েকজন কর্মী নিহত হন। কিছুদিন আগেও শরণার্থীদের জন্য প্রতীক হয়ে ওঠা সমুদ্র সৈকতে শুয়ে থাকা শিশু আয়লানকে নিয়েও বিদ্রুপাত্মক কার্টুন প্রকাশ করে শার্লি এবদো। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

 

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী