X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইইউ ছাড়লে যুক্তরাজ্য থেকে বিনিয়োগ গুটিয়ে নেবে জাপান

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলে (ব্রেক্সিট) দেশটি থেকে বিনিয়োগ গুটিয়ে নেওয়ার হুমকি দিয়েছে এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপান। জি২০ সম্মেলন শুরু হওয়ার আগে চীন এবং জাপানের এক যৌথ প্রতিবেদনে এ হুমকির কথা উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জি২০-এর অন্তর্ভূক্ত অন্যতম দুটি বড় অর্থনৈতিক দেশ চীন ও জাপান সরকার ব্রেক্সিট বিষয়ে একটি টাস্কফোর্স গঠন করেছে। এ টাস্কফোর্সই ১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে বিনিয়োগ সরিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনে অবশ্য সব ধরনের বিনিয়োগের কথা বলা হয়নি। শুধু ফার্মাসিউটিক্যালস ও আর্থিক খাতের কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে। জাপান সরকারের প্রত্যাশা, এ বিনিয়োগ ঠিকমতো সরিয়ে নিতে যুক্তরাজ্য সরকার সহযোগিতা করবে।

ব্রেক্সিটের পক্ষে গণভোটের রায় ও প্রধানমন্ত্রীর পদ থেকে ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর আশঙ্কা করা হচ্ছিল বেশ সংকটে পড়বে যুক্তরাজ্যের অর্থনীতি। তবে বেশ কিছুদিন পার হলেও পরিস্থিতি যতো খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছিল তেমন হয়নি। যদিও রবিবার বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের অর্থনীতিকে ভুগতে হবে।

ব্রেক্সিটের পক্ষে গণভোটের রায়ের পরেই জুলাই মাসে এ টাস্কফোর্স গঠন করা হয়।

চীনে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে উপস্থিত হওয়া জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, টাস্কফোর্স গঠনের পর তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বেসরকারি খাতের উদ্বেগের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাপানের আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি নিশান মোটরের মতো কোম্পানিগুলো যুক্তরাজ্যকে তাদের ইউরোপীয় সদর দফতর হিসেবে বিবেচনা করে। ইউরোপীয় ইউনিয়েনে জাপানের বিনিয়োগের প্রায় অর্ধেক যুক্তরাজ্য থেকেই নিয়ন্ত্রণ করা হয়েছে। ইইউজুড়ে এসব কোম্পানির অবাধ যাতায়ত ছিলো। ইউরোপে তারা প্রায় সাড়ে চার লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। সূত্র: রয়টার্স

/এএ/বিএ/

 

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী