X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্পেনের সাগরে পাওয়া ‘মানুষের হাড়গোড়’ নিয়ে রহস্য

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:১২
image

সাগরের তলদেশ থেকে কাপড়ের পুঁটলিভর্তি হাড়গোড়গুলো উদ্ধার হয় গত মাসের শেষের দিকের কথা। স্পেনের আলিকান্ত উপকূলে স্বচ্ছ পানির তলদেশে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ করে একটি বস্তুতে চোখ আটকে যায় ডুবুরি ক্রিস্টিয়ান লোপেজের। ভালো করে নিচের দিকে তাকালেন তিনি। শুরুতে ভাবলেন আবর্জনাভর্তি ব্যাগ পড়ে আছে। ২২ বছর বয়সী এ ডু্বুরি প্রশিক্ষক মূলত পানির তলদেশ পরিষ্কার রাখার চেষ্টায় কাজ করেন। আর তাই ভাবলেন পানির তলা থেকে বস্তুটিকে কুড়িয়ে এনে পরিবেশকে ভালো রাখা যাবে। কিন্তু যেই তিনি আরেকটু নিচের দিকে নামলেন তখন দেখেন ওটি একটি কাপড়ের পুটলি। সঙ্গে অদ্ভুত রকমের একটি পুতুলও রয়েছে।
পুতুল আর কাপড়ের পুঁটলিটি নৌকায় তোলেন লোপেজ। তিনি ও তার ডুবুরি দল ডাঙায় পৌঁছানোর পর পরই কাপড়ের পুঁটলিটি খোলার পর অবাক হন তারা। এর ভেতর আবর্জনা নেই, বরং আছে একটি বৌল, কাঠি, পাখির পালক এবং অনেকগুলো হাড়। আর সে হাড়গুলো গাঢ় বাদামি রং ধারণ করেছে।
লোপেজ বলেন, ‘প্রথম হাড়টি দেখেই বুঝতে পারলাম এটি মানুষের পায়ের ফিমার। এরপর দেখলাম একটি পাঁজর। আমি ভয় পাইনি। বরং আমার মধ্যে আরও কৌতুহল ভর করলো।’
গত মাসের শেষে পানির তলদেশে হাড়ের সন্ধান পাওয়ার পর থেকে কেবল লোপেজই নয়, স্প্যানিশ পুলিশের মধ্যেও কৌতুহল তৈরি হয়। কেননা, লোপেজ যেদিন হাড়ের পুঁটলিটি উদ্ধার করেছে তার একদিন পরই গার্ডিয়া সিভিলের একটি বিশেষ ডুবুরি দল ৩০০ মিটার দূর থেকে আরেক গুচ্ছ হাড় উদ্ধার করে। সেই হাড়ের সঙ্গে উদ্ধার হয়, একটি ছুরি এবং একটি পুতুল। ওই হাড়গুলোর কিছু কিছু মানুষের হাড় বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে আলিকান্তের কালপে শহরের পানিসীমা থেকে এ ধরনের তৃতীয় আরেকটি প্যাকেজ উদ্ধার হয়। তার মধ্যেও হাড় ছিল। কী কারণে এসব হাড়গুলো সেখানে এলো, কারাই বা হাড়গুলো পানিতে ফেললো এগুলো নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

উদ্ধার হওয়ার কয়েকদিন আগেই হাড়গুলো ফেলা হয়েছে বলে ধারণা করা হয় ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, প্রথম দফায় উদ্ধার হওয়া হাড়গুলোকে একত্রিত করলে তা প্রায় পূর্ণাঙ্গ একটি কঙ্কালে পরিণত হবে। ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৪০ বছর আগে সমাহিত কোনও দেহের হাড় এগুলো। তাছাড়া উদ্ধার হওয়ার দুই-তিনদিন আগে হাড়গুলোকে পানিতে ফেলা হয়েছে বলেও উল্লেখ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

গত ১ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ায় নিয়োজিত স্প্যানিশ সরকারের প্রতিনিধি জুয়ান কার্লোস মোরাগুয়েস বলেন, ‘ওই হাড়গোড়ের সঙ্গে বিভিন্ন ছবি ও স্পেনের অভ্যন্তরীণ রাজস্বের কাগজপত্র  পাওয়া গেছে।’

মোরাগুয়েস জানান, কিছু কিছু প্রথা অনুযায়ী জিনিসপত্র সাগরের তলদেশে ফেলার প্রচলন রয়েছে। তিনি বলেন, ‘কিছু কিছু প্রচলিত প্রথা আছে যা পালনের পর ওই কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলো কাপড়ের পুঁটলিতে ভরে সাগরে ছুড়ে দেওয়া হয়।’

এ পর্যন্ত উদ্ধার হওয়া হাড়গুলো তিনটি কঙ্কালের বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে আরও বিস্তারিতভাবে তদন্ত চলছে। এ হাড়গুলো শনাক্ত করার জন্য ডিএনএ পাওয়া যায় কিনা তা নিয়েও বিশ্লেষণ চলছে।

এই ঘটনার সঙ্গে আফ্রিকান-ক্যারিবিয়ানভিত্তিক সানতেরিয়া ধর্মের অনুসারীদের সংযোগ রয়েছে কিনা আপাতত তা খতিয়ে দেখছে গার্ডিয়া সিভিল। অবশ্য এ ব্যাপারে স্পেনের সানতেরিয়া অনুসারীরা ক্ষোভ জানিয়েছেন। দাবি করেছেন, তাদের ধর্মে ওই ধরনের কোনও প্রথা নেই। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা