X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
রয়টার্স-এর খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ এখন ৩১.১৬ বিলিয়ন ডলার

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:১০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ২১:১২

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ এখন ৩১.১৬ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ রেকর্ড পরিমাণে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে। সোমবার বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের বৈদেশিক মুদ্রার মজুদের পরিমাণ বর্তমানে ৩১.১৬ বিলিয়ন ডলার।

এই রেকর্ড মজুদের পেছনে দ্রুত রফতানি এবং বৈশ্বিক বাজারে পণ্যের মূল্য কমে যাওয়ার ফলে তুলনামূলক ধীর রফতানি প্রবৃদ্ধিকে কারণ বলে মনে করছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের স্থিতিশীলতা ও বিদেশ থেকে প্রেরিত অর্থ (রেমিটেন্স) এই মজুদ বৃদ্ধি করতে ভূমিকা রেখেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এই মজুদ গত বছরের তুলনায় ৫ বিলিয়ন ডলার বেশি। এই মজুদ প্রায় নয় মাসের আমদানির সমমানের।

উল্লেখ্য, এ বছর জুলাইয়ের শেষ সপ্তাহে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। সে সময়  রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, এপ্রিলে বৈদেশিক মুদ্রার মজুদ ২৯ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা তখন বলেছিলেন, সময়োপযোগী বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবস্থাপনার কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কম থাকায় পরিমাণের দিক দিয়ে আমদানি বাড়লেও বৈদেশিক মুদ্রার তুলনামূলক ব্যয় কম হচ্ছে। পাশাপাশি এবার রফতানিতেও ভালো প্রবৃদ্ধি আছে। প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার মজুদ নতুন এ মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি নিয়ে বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হলেও গত ২৫ এপ্রিল ২৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। তার আগে ২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ২৮ বিলিয়ন ডলার ছাড়ায়।

গত বছরের জুন শেষে রিজার্ভ ছিল ২৫ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। অর্থাৎ গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে। রিজার্ভের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশটির রিজার্ভের পরিমাণ ৩২০ বিলিয়ন ডলারের বেশি।

গত ফেব্রুয়ারিতে রিজার্ভ থেকে অর্থ চুরির পর বিষয়টি নিয়ে সারা বিশ্বে ব্যাপক আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিইউয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা সারা বিশ্বের ব্যাংক খাতকে নাড়া দিয়েছে। চুরি হওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসলেও ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত আসেনি। রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত না আসা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বার্ষিক আর্থিক বিবরণীতে এটিকে ‘অন্য সম্পদ' হিসেবে দেখানোর সিদ্ধান্ত হয়।

/ইউআর/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ