X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দূষণ কণার উপস্থিতি ‘মস্তিষ্কেও’

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৪
image

মস্তিষ্কে দূষণ কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা দূষিত বায়ুতে বসবাসের কারণে মানুষের ফুসফুস ও হৃদযন্ত্রে যে জটিলতা তৈরি হতে পারে তা আগেই অনেক গবেষণাতে উঠে এসেছে। তবে এবার নতুন গবেষণায় উঠে এসেছে আরেকটি আশঙ্কার কথা। বিজ্ঞানীরা দাবি করেছেন, নমুনা হিসেবে সংগ্রহ করা কয়েকটি মস্তিষ্কের টিস্যুর ভেতরে তারা দূষণসৃষ্ট কয়েকটি ক্ষুদ্র কণার উপস্থিতি পেয়েছেন। ধারণা করা হচ্ছে, এগুলো বিষাক্ত আয়রন অক্সাইডের কণা, যা আলঝেইমারের (স্মৃতিভ্রম) মতো রোগের জন্য দায়ী। অবশ্য, এ ব্যাপারে এখনও যথেষ্ট প্রমাণ হাজির করতে পারেননি গবেষকরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ল্যানচেস্টার ইউনিভার্সিটির নেতৃত্বে নতুন গবেষণাটি পরিচালিত হয়েছে। পরে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স (পিএনএএস)-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ গবেষণায় প্রথমবারের মতো এমন প্রমাণ হাজির করা হয়েছে যে দূষণ থেকে উৎপন্ন ম্যাগনেটাইট নামের মিনিট পার্টিকেলগুলো মস্তিষ্কে জায়গা করে নিতে পারে।
গবেষণার জন্য ৩৭ ব্যক্তির কাছ থেকে মস্তিষ্ক টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে ২৯ জন ছিলেন এমন যারা মেক্সিকো সিটিতে বসবাস করতেন এবং সেখানেই মারা গেছেন। আর এ মেক্সিকো সিটি দূষণের শহর হিসেবে পরিচিত। ওই ২৯ জনের বয়স ৩-৮৫ বছরের মধ্যে। বাকি আট ব্যক্তি অর্থাৎ যাদের কাছ থেকে মস্তিষ্ক টিস্যুর নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের বয়স ৬২-৯২ বছরের মধ্যে। তারা ম্যানচেস্টারের বাসিন্দা।
চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছিল, প্রতিবছর বায়ুদূষণের কারণে ৩০ লাখ মানুষের অকাল মৃত্যু হচ্ছে। এ আটজনের কেউ কেউ তীব্র স্নায়ুরোগজনিত জটিলতায় ভুগে মারা গেছেন।

গবেষণা দলের প্রধান অধ্যাপক বারবারা মাহের শুরুতে ল্যানচেস্টারের বৌস্ত সড়কে এবং একটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরের বাতাসের নমুনায় ম্যাগনেটাইট কণার উপস্থিতি পেয়েছিলেন। একই ধরনের দূষণ কণা মানুষের মস্তিষ্কেও পাওয়া যেতে পারে বলে সে সময়ই সন্দেহ করেন তিনি। আর গবেষণার পর সেই আশঙ্কাই সত্যি হলো। এ ম্যানেটাইট কণাগুলো মানুষের স্নায়ু জটিলতায় আক্রান্তের হার বাড়িয়ে দিচ্ছে না তা নিয়ে এখন গবেষণা করা দরকার বলে জানান মাহের। এখনও আলঝেইমারের সঙ্গে দূষণ কণার সংযোগ প্রতিষ্ঠা করা না গেলেও বিশেষজ্ঞদের আশঙ্কা এ রোগের ক্ষেত্রে দূষণ কণার প্রভাব থাকতে পারে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা