X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ অস্ত্র কেনার পথ খোলা রাখতে সৌদি আরবের দেন-দরবার

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৩
image

ইয়েমেনে নির্বিচারে হামলার ক্ষেত্রে ব্রিটিশ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে সৌদি আরবের কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ না করার জন্য ব্রিটিশ এমপিদের ব্যক্তিগতভাবে অনুরোধ জানাতে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইয়েমেনের হাসপাতাল, মার্কেট ও বিভিন্ন শহরে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে জাতিসংঘের অভিযোগ এবং তার প্রেক্ষিতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার চিন্তার পর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে বুধবার (৭ সেপ্টেম্বর) আগ্নেয়াস্ত্র রফতানি নিয়ন্ত্রণবিষয়ক নির্বাচন কমিটির সামনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের বক্তব্য উপস্থাপন করার কথা রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিদ্রোহীদের ওপর বিমান হামলা হামলা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল, স্কুল, বিয়ে বাড়ি, মার্কেট কোনও কিছুই এ হামলা থেকে রেহাই পাচ্ছে না বলে বার বার অভিযোগ উঠছে। গত মাসে ইয়েমেনের উত্তরাঞ্চলে চিকিৎসা সহায়তা প্রদানকারী সংগঠন মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)-এর একটি হাসপাতালেও বিমান হামলা হয়। ওই হামলায় ১৯ জন নিহত এবং ২৪ জন আহত হয়।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে নির্বিচারে হামলা চালানো হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ক্যাম্পেইন অ্যাগেইন্সট আর্মস ট্রেড-এর মতো মানবাধিকার সংগঠনগুলো সৌদি সরকারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায়। সৌদি আরব যতদিন পর্যন্ত ইয়েমেনে বেআইনি কর্মকাণ্ড বন্ধ করবে না এবং ওইখানে যা হয়েছে তা নিয়ে যথাযথ তদন্ত করবে না, ততদিন অস্ত্র বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। এমন প্রেক্ষাপটে, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা তা নিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) আগ্নেয়াস্ত্র রফতানি নিয়ন্ত্রণবিষয়ক নির্বাচন কমিটিতে বিতর্ক হওয়ার কথা রয়েছে। আর তার ঠিক কয়েক ঘণ্টা আগেই নির্বাচন কমিটির সামনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য উপস্থাপন করবেন বলে উল্লেক করেছে গার্ডিয়ান।

সোমবার (৫ সেপ্টেম্বর) পার্লামেন্টে উপস্থাপিত এক লিখিত বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সৌদি আরবের নিজস্ব তদন্তের পক্ষে মত দেন। তিনি বলেন, ‘নিজেদের কার্যপ্রণালির ব্যাপারে তাদের সবচেয়ে ভালো জানাশোনা থাকবে এবং তারা খুব দ্রুত ও চূড়ান্ত একটি তদন্ত করতে পারবে। এর মধ্য দিয়ে সৌদি জোট বুঝতে পারবে তাদের ভুল কোথায় হয়েছে এবং সে ভুল থেকে শিক্ষা নিয়ে জায়গামতো প্রয়োগ করতে পারবে তারা।’

জনসনের বক্তব্যের পর ব্রিটিশ সরকারের অবস্থান জানতে দেশটির পররাষ্ট্র দফতরের মন্ত্রী টোবাইস এলউডকে হাউজ অব কমন্সে তলব করা হয় বলে জানিয়েছে গার্ডিয়ান।

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা