X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

কাঠগড়ায় জাকারবার্গ

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১২

কাঠগড়ায় জাকারবার্গ

ভিয়েতনাম যুদ্ধের সময় তোলা একটি ঐতিহাসিক ফটোগ্রাফ সেন্সর করে বিপাকে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। এর সিইও জাকারিবার্গের বিরুদ্ধে ক্ষমতার অবৈধ ব্যবহারের অভিযোগ উঠেছে। অবশ্য ফেসবুক সেই অভিযোগ অস্বীকার করেছে। তারপরও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে জাকারবার্গকে।

১৯৭২ সাল। ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের সেই ভয়াবহ সময়ে নাপাম হামলার সময় উন্মুক্ত শরীরে পালিয়ে যেতে থাকা ভীত সন্ত্রস্ত শিশুদের একটি ছবি তুললে তা ভিয়েতনামের যুদ্ধবিরোধী চৈতন্যের প্রতীকে রূপান্তরিত হয়। নাপাম হামলার সময় ভীত সন্ত্রস্ত শিশুদের এই ছবিটি তোলেন সেখানে কর্মরত অ্যাসোসিয়েটেড প্রেস ফটোগ্রাফার নিক উট।

ভিয়েতনাম যুদ্ধের সেই ঐতিহাসিক ছবি

ছবিতে দেখা যায়, মাঝখানের নয় বছরের শিশু কিম ফুক আগুন লেগে যাওয়ায় তার গায়ের সব পোশাক খুলে ফেলে প্রাণভয়ে দৌড়ে পালিয়ে আসছে। ফেসবুকের কাছে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এই এতিহাসিক ছবিটি ‘অশ্লীল’ বলে প্রতিপন্ন হয়েছে। যুদ্ধস্মৃতি স্মরণে লিখিত এক প্রবন্ধের সঙ্গে এই ছবিটি জুড়ে দিয়েছিলেন নরওয়ের লেখক টম এজিল্যান্ড। ফেসবুক ওই লেখককে ছবিটি সরিয়ে ফেলতে বাধ্য করতে চেয়েছে। কেবল তাই নয়, সেন্সরশিপের অভিযোগ স্বীকার করে ছবিটি সেন্সর করার পক্ষেই নিজেদের যুক্তি হাজির করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সেন্সরশিপের শিকার হওয়া নরওয়ের লেখক টম এজিল্যান্ড গার্ডিয়ানের কাছে অভিযোগ করেন, ফেসবুক তাকে ছবিটি একেবারে সরিয়ে ফেলতে অথবা ছোট করে ফেলতে বাধ্য করতে চেয়েছে।

এ ব্যাপারে জানাতে চাইলে ফেসবুক গার্ডিয়ানকে ব্যখ্যা হিসেবে জানায়, ‘পুরোপুরি নগ্ন যৌনাঙ্গ বা নিতম্ব এবং পুরোপুরি নগ্ন নারীবক্ষ দেখা যাচ্ছে এমন ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হবে।’

তবে বিশ্বজুড়েই সমালোচিত হচ্ছে জাকারবার্গ এবং ফেসবুকের এই ভূমিকা। নরওয়ের সবচেয়ে বড় সংবাদপত্র আফটেনপোস্টেনের প্রধান সম্পাদক এজিল হানসেন এ ঘটনায় নিজের পত্রিকায় এক খোলা চিঠি লিখে জাকারবার্গ এবং ফেসবুকের তীব্র সমালোচনা করেন। হানসেন তার চিঠিতে বলেন, ‘ফেসবুক শিশুদের নিয়ে তৈরি পর্ণোগ্রাফি ও ঐতিহাসিক যুদ্ধের ছবির মধ্যে পার্থক্য নিরূপণ করতে অপারগ।’

সেন্সরশিপের ভয়াবহতার প্রশ্নে তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের স্বাধীনতার পরিধি বৃদ্ধি করার বদলে তার পরিসর কমাতে চাইছে দেখে আমি উদ্বিগ্ন, এবং পুরো বিষয়টা ঘটছে বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং এক ধরনের কর্তৃত্ববাদী ভঙ্গিতে। যদিও আমি নরওয়ের সবচেয়ে বড় সংবাদপত্রের সম্পাদক, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আমার সম্পাদকীয় দায়িত্বকেও সীমাবদ্ধ করে ফেলছেন। আমার মতে, আপনি নিজের ক্ষমতার অপব্যবহার করছেন, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই বিষয়টিকে আপনি এভাবে দেখছেন।’

তিনি আরও বলেন, ‘দুনিয়াজুড়ে গণমাধ্যমের কিছু দায়িত্ব রয়েছে। কী প্রকাশ করা হবে আর কী প্রকাশ করা হবে না তা সম্পাদকের কর্তব্য এবং অধিকারের মধ্যেই পড়ে, পৃথিবীর সকল সম্পাদকের এই অধিকার ও দায়িত্ব থাকা উচিত, কিন্তু আপনার ক্যালিফোর্নিয়া অফিসের অ্যালগরিদম দিয়ে যদি তা নির্ধারিত হয় মার্ক, তাহলে ট অন্য সম্পাদকদের পক্ষে আপনার সঙ্গে চলা সম্ভব নয়।’

তবে এ প্রসঙ্গে গত মাসে রোমে একটি অনুষ্ঠানে মার্ক বলেন, ‘আমরা একটি প্রযুক্তিপ্রধান প্রতিষ্ঠান, গণমাধ্যম প্রতিষ্ঠান নই। পৃথিবীতে গণমাধ্যমের যেমন প্রয়োজন আছে, প্রযুক্তিগত পাটাতনও তেমনই দরকার আছে, যেমনটা আমরা। আমরা আমাদের কাজটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই করি।’ তবে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে (২০১৬) দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক পাঠকদের মধ্যে ৪৪ শতাংশই সংবাদ পান ফেসবুক থেকে। বিশ্বের অন্যান্য স্থানের বাস্তবতাও কমবেশি একই রকমের।   

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/     

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে