X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অর্ধেকেরও বেশি ব্রিটিশ স্কুলছাত্রী যৌন নিপীড়নের শিকার

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১২:২১
image

যৌন নিপীড়নের শিকার হচ্ছে ব্রিটেনের স্কুলছাত্রীরা ব্রিটিশ পার্লামেন্ট কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে অর্ধেকেরও বেশি স্কুলছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য ‘লিঙ্গীয় শিক্ষা’র আবশ্যকতা তুলে ধরা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনই যৌন হেনস্থা হওয়াটা মেয়েদের জীবনের অংশ হয়ে উঠেছে। ১৬ থেকে ১৮ বছর বয়সী এক-তৃতীয়াংশ মেয়েদেরই তাদের ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করা হয় বলে প্রতিবেদনে উঠে আসে।
যৌন নিপীড়নের বিরুদ্ধে কাজ করা দাতব্য সংগঠন রেপ ক্রাইসিস-এর ক্যাটি রাসেল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আজ যারা এই পরিসংখ্যান পড়ছেন বা শুনছেন, তারা কেউ যৌন নিপীড়নের ভয়াবহতা এড়িয়ে যেতে পারবেন না।’
স্কুলছাত্রীরা পার্লামেন্ট কমিটিকে জানিয়েছে, যৌন নিপীড়নের অভিযোগ করেও লাভ হয় না। এ নিয়ে কোনও শাস্তি দেওয়া হয় না। পার্লামেন্ট কমিটির প্রধান মারিয়া মিলার বলেন, শিক্ষকরা প্রায়শই যৌন নিপীড়নের অভিযোগকে ‘কেবল বিদ্রুপ’ বলে উল্লেখ করে থাকেন।
১৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের প্রায় তিন-চতুর্থাংশই প্রতিনিয়ত মেয়েদের ‘যৌন নিপীড়ক গালি’ দিতে শুনে থাকে বলে কমিটিকে জানিয়েছে। ক্ষমতাসীন রক্ষণশীল পার্টির পার্লামেন্ট সদস্য মিলার এই সমস্যা সমাধানে ‘কোনও কার্যকর পরিকল্পনা’ না থাকার জন্য শিক্ষা বিভাগকে দায়ী করেছেন।

বর্তমান ব্রিটিশ পাঠক্রম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ‘যৌন স্বাস্থ্য শিক্ষা’ বাধ্যতামূলক। তবে সেখানে সম্পর্ক এবং যৌন সচেতনতা সম্পর্কে পড়ানো হয় না। প্রতিবেদনে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর জন্য ‘লিঙ্গীয় শিক্ষা’র আবশ্যকতা তুলে ধরা হয়।

সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, শিক্ষা বিভাগ ওই প্রতিবেদনের সুপারিশসমূহ বিবেচনা করবে। তিনি আরও বলেন, ‘স্কুল হওয়া উচিত নিরাপদ স্থান, সেখানে অপরাধের ঘটনা কদাচিৎ ঘটতে পারে। কিন্তু এতে তরুণরা নিপীড়ন এবং সহিংসতার শিকার হতে পারে না।’    

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা