X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘রাজনৈতিক প্রতিপক্ষকে কুমিরের খাদ্য বানিয়েছিলেন দুয়ার্তে’

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫১

ফিলিপাইনের বিতর্কিত ও ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে

কেবল মাদকাসক্তদের নয়, ফিলিপাইনের বিতর্কিত ও ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও হত্যা করতেন। তার বানানো গোপন  ডেথ স্কোয়াড-এর একজন সদস্য সিনেট শুনানিতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেই এ কথা জানিয়েছেন। তবে দুয়ার্তের তরফ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়েই বন্দুকভক্তির জন্য ‘সুখ্যাতি’ রয়েছে দুয়ার্তের। গত মে মাসে প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার আগে মাদকের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করে আসছিলেন ৭১ বছর বয়সী এ প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুয়ার্তে ঘোষিত মাদকবিরোধী অভিযানে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত এ পর্যন্ত প্রায় ৯শ সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছে। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ। এ বিশ্ব সংস্থাটির দুই মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ এ অভিযানকে আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করেন।

দাভাও ডেথ স্কোয়াডের সদস্য এদগার মোতাবাতো

এদিকে লাওসে সম্প্রতি সম্পন্ন হওয়া পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ওবামা-দুয়ার্তে বৈঠকের কথা থাকলেও বৈঠকের আগে ওবামাকে মা তুলে গালি দেন দুয়ার্তে। কথা ছিল সম্মেলনে ফিলিপাইনের ওই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্হ তুলবেন ওবামা। আর এতে ক্ষুব্ধ হয়ে দুয়ার্তে ওবামাকে গালি দেন। ফিলিপাইনের তরফ থেকে চেষ্টা করা হলেও ঘটনার প্রতিক্রিয়ায় নির্ধারিত বৈঠকটি বাতিল করে যুক্তরাষ্ট্র। আর এর মধ্যেই তার ডেথ স্কোয়াডের একজন সদস্য এদগার মোতাবাতো অভিযোগ তুললেন, কেবল মাদকসেবী নয়, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও হত্যাযজ্ঞ জারি রেখেছিলেন তিনি।  বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে চলমান এক সিনেট শুনানিতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন তিনি। তবে মোতাবাতো জানান, দেশের কমিশন অব হিউম্যান রাইটস ডাভাও ডেথ স্কোয়াড বলে কোন কিছুর অস্তিত্ব শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন।

সাতান্ন বছর বয়সী এদগার মোতাবাতো জানান, তিনি দাভাও ডেথ স্কোয়াডের সদস্য ছিলেন, সেখানে তার কাজ ছিল মাদক পাচারকারী, ধর্ষক ও ছিনতাইকারীদের মেরে ফেলা। মোতাবাতো সিনেটকে বলেন, তিনি ও তার সহকর্মীরা দুয়ের্তের নির্দেশে ২৫ বছরে অন্তত ১ হাজার মানুষ মেরে ফেলেছেন। এদগার মোতাবাতো ওই সকল হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণও দেন। তিনি বলেন এমনকি একজন শত্রুকে কুমীরের খাদ্য বানিয়েও হত্যা করা হয়। তার অভিযোগ, এমনকি প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী প্রোসপারো নোগরালেসকে তার দেহরক্ষীসহ হত্যা করা হয় দুয়ার্তের নির্দেশে।

তিনি আরও জানান, গুলি করে বা জবাই করে হত্যা করার পর বেশিরভাগ সময়ই দেহগুলো সমুদ্রে ফেলে দেওয়া হতো যেন মাছেরা খেয়ে নিতে পারে।

দুয়ের্তের একজন মুখপাত্র এইসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘তিনি এমন নির্দেশ দেওয়ার এখতিয়ার রাখেন না।’

সূত্র: বিবিসি, গার্ডিয়ান, রয়টার্স

/ইউআর/বিএ/       

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা