X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইতালি থেকে ১৪ হাজার ডিএনএ নমুনা চুরি

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৬
image

সারদিনীয় ব্লু জোন ইতালির একটি গবেষণাগার থেকে টেস্টটিউবে রাখা প্রায় ১৪ হাজার ডিএনএ নমুনা চুরি  হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ওই ডিএনএ নমুনাগুলো সংগ্রহ করেছিল ইতালির দরিদ্র অঞ্চল সারদদিনীয়’র  মানুষেরা। সেখানকার বিজ্ঞানী-ডাক্তার ও সাধারণ মানুষদের সম্মিলিত প্রচেষ্টায় এই কাজ চলছিলো। সারদিনিয়া অঞ্চলের বেশকিছু শহর থেকে গবেষকরা সেখানকার স্থানীয়দের ডিএনএ নমুনা সংগ্রহ করেন। সারদিনিয়া অঞ্চলের মানুষ বেশিদিন বাঁচে, এই ধারণা থেকে তাদের বংশগতির ওপর গবেষণা শুরু হয়। গবেষকদের মতে, সারদিনিয়ার একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের জিনগত বৈশিষ্ট্যের জন্যই তারা দীর্ঘজীবী হন। ওই অঞ্চলটিকে তারা ‘ব্লু জোন’ বলে আখ্যায়িত করেছেন।
এই গবেষকরা কোনও মুনাফার জন্য নয়, মানুষ যেন আরও বেশি দিন বেঁচে থাকে, তার গবেষণায় কাজ করছিলেন তারা গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির স্বার্থে। এমনই একজন গবেষক সারদিনীয় নাগরিক পিএরজিওরজিও লোরাই। লোরাই গার্ডিয়ানকে জানিয়েছে, ডিএনএ সংরক্ষণ এবং স্থানীয় অধিবাসীদের শোষণের হাত থেকে রক্ষা করাটাই তার মূল লক্ষ্য।
তবে গত জুলাইয়ে স্থানীয় জনগণ, বুদ্ধিজীবী ও গবেষকদের বিরোধিতা সত্ত্বেও তাজিয়ানা লাইফ সায়েন্সেস নামক একটি  ব্রিটিশ বায়োটেকনোলজি কোম্পানিকে ওই নমুনা সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়।  পেরদেসদেফোগু শহরে অবস্থিত একটি গবেষণাগারে তাদের নমুনাগুলো সংরক্ষিত ছিল। সেখান থেকে ওই ডিএনএ নমুনা চুরি হওয়ার এক সপ্তাহ পর তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তদন্ত দলের প্রধান প্রসিকিউটর বিয়াজিও মাজ্জেও বলেছেন, ওই গবেষণাগার থেকে প্রায় ১৪ হাজার টেস্ট টিউব চুরি হয়েছে। তবে অন্যান্য রক্তের নমুনা গবেষণাগারেই সংরক্ষিত আছে।

মাজ্জেও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, তিনি ধারণা করছেন, এমন কেউ ওই ডিএনএ নমুনা চুরি করেছেন, যিনি ওই গবেষণাগারে বিনা বাধায় প্রবেশ করতে পারতেন। কারণ জোর করে গবেষণাগারে প্রবেশের কোনও চিহ্ন তিনি পাননি।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা