X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

আন্তর্জাতিক মান নিশ্চিত করতে চায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯
image

আন্তর্জাতিক মান নিশ্চিত করতে চায় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক সাইবার হামলা থেকে তাদের বিশাল আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক রক্ষার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে। তারা বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকের একটি আন্তর্জাতিক মান নিশ্চিত করতে চাইছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৯৫১ মিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। পরে বেশ কিছু পেমেন্ট অর্ডার বন্ধ করে দিয়ে বেশিরভাগ অর্থচুরি ঠেকানো গেলেও ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হয় হ্যাকাররা।
ওই রিজার্ভ চুরির পর বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর মাননিয়ন্ত্রক সংস্থা সুইজারল্যান্ডের বাসেলে অবস্থিত ‘দ্য কমিটি অব সেন্ট্রাল ব্যাংকস’ একটি টাস্ক ফোর্স গঠন করে। ওই সংস্থাটি ‘ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টস (বিআইএস)’-এর অংশ। ওই  টাস্ক ফোর্স ব্যাংক প্রতারণা থেকে রক্ষার জন্য তথ্য সংগ্রহ করছে।
আন্তঃব্যাংক অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি বৈশ্বিক মান গড়ে তুলবে এই টাস্ক ফোর্স। নতুন নির্দেশনায় অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকের দায়বদ্ধতা এবং সুইফট সিস্টেম ব্যবহার করে আন্তর্জাতিক ব্যাংক লেনদেনের বিষয়েও বিষদ নির্দেশনা থাকবে। কোনও কারণে কেন্দ্রীয় ব্যাংক হ্যাংকিং রোধ করতে ব্যর্থ হলে বিভিন্ন পক্ষ কি ভূমিকা পালন করবে, সে সম্পর্কেও টাস্ক ফোর্স নির্দেশনা দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে রয়টার্স।

বেশ কয়েক মাস বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক এবং পুলিশের তদন্তের পর প্রতারণা, সাইবার হামলার ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থার ভঙ্গুরতার কারণগুলো সামনে এসেছে। আর এ থেকেই সামনের দিনে পুরো বৈশ্বিক ব্যবস্থাকে শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে টাস্ক ফোর্স।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’