X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এ কেমন মুক্তি!

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:১২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৫

এ কেমন মুক্তি!

ফিলিপাইনের ইসলামী গোষ্ঠী আবু সায়াফ-এর কাছে জিম্মি থাকা এক নরওয়ের নাগরিককে জিম্মিকারী আরেক সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে। ফিলিপাইনের কর্তৃপক্ষ বলছে, এখন ওই নরওয়ের নাগরিক যেখানে আছেন, সেটা অপেক্ষাকৃত নিরাপদ। এক জিম্মিকারীর হাত থেকে আরেক জিম্মিকারীর হাতে চলে যাওয়াকেই মুক্তি বলে প্রচার করছে তারা। প্রতিক্রিয়ায় নরওয়ে বলেছে, যদি তাদের নাগরিক অপেক্ষাকৃত নিরাপদ স্থানে থাকে, সেটা ভালো। তবে তাকে হাতে না পাওয়া পর্যন্ত কোনও ধরনের উদযাপন থেকে বিরত থাকব আমরা।

কেবল মুক্তিপণ আদায়ের নিমিত্তেই অপহরণ করে থাকে, এমন একটি দল আবু সায়াফ। ওই গোষ্ঠীর কাছে এক বছর জিম্মি থাকার পর শনিবার ‘মুক্তি’ পান তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তার মুক্তির খবরটি নিশ্চিত করে। 

এক বছর আগে কারতান সেকিংস্তাদ নামের নরওয়ের ওই নাগরিককে অপহরণ করে আবু সায়াফ গোষ্ঠী। সেকিংস্তাদের সঙ্গে ফিলিপাইনের এক নারীও ছিলেন। তবে তাকে আগেই মুক্তি দেওয়া হয়েছে। আবু সায়াফ নামের এই দলটিই এর আগে কানাডার দুই নাগরিককে গলা কেটে হত্যা করে। 

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের শান্তি বিষয়ক উপদেষ্টা জানান,  নরওয়ের ওই নাগরিককে ‘মুক্তি’ দিয়ে আরেক মুসলিম বিদ্রোহী দল সুলুর কাছে হস্তান্তর করা হয়েছে। দূরবর্তী এক দ্বীপপুঞ্জে বাস করে এই বিদ্রোহী দল।

মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতাকে উদ্ধৃত করে দুয়ার্তের উপদেষ্টা বলেন, ‘তাকে মুক্তি দিয়ে নুর মিসুয়ারি শিবিরে রাখা হয়েছে।’ এমএনএলএফ এখন সরকারের সঙ্গে এক শান্তি আলোচনা করছে  ওসেকিংস্তাদের মুক্তির প্রসঙ্গেও আলোচনা চালাচ্ছে।  তিনি আরও জানান, এক বছর ধরে জিম্মি হয়ে থাকলেও তিনি সুস্থ আছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র আরও জানান, প্রেসিডেন্ট দুয়ার্তে এই জিম্মি হস্তান্তর করতে দাভাও যাত্রা করেছেন। 

এদিকে, নরওয়ের পক্ষ থেকে কথিত এই মুক্তিকে ‘ইতিবাচক’ আখ্যা দেওয়া হয়েছে কূটনৈতিক কায়দায়। তারা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ ব্রেন্দে এক বিবৃতিতে বলেন, ‘ফিলিপাইন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী তিনি অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আছেন। তবে তাকে হাতে না পাওয়া পর্যন্ত মুক্তির ব্যাপারটি নিশ্চিত হতে পারছি না আমরা।’

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত আবু সায়াফ ওসামা বিন লাদেনের আল-কায়েদার পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে। ফিলিপাইনের দক্ষিণের কিছু দ্বীপে একটি মুসলিমপ্রধান অঞ্চলে এদের বাস। অপহরণের পর মুক্তিপণ আদায় করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে আবু সায়াফ। 

প্রসঙ্গত, গত মাসেই জিম্মিকারী গোষ্ঠী আবু সায়াফকে ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে।

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/ 

 

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!