X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সেন্সরশিপ নিয়ে চ্যালেঞ্জের মুখে জাকারবার্গ

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৫

সেন্সরশিপ নিয়ে চ্যালেঞ্জের মুখে জাকারবার্গ

সামাজিক মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে সেন্সরশিপ নিয়ে আলোচনায় ডেকেছেন এক নরওয়েজিয়ান সম্পাদক। ভিয়েতনাম যুদ্ধের এক ঐতিহাসিক ছবি সেন্সরশিপের নামে সরিয়ে দিতে বলায় ফেসবুকের সম্পাদকীয় অবস্থান নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওই সম্পাদক।  

এসপান এজিল হানসন নামের ওই সম্পাদক নিজের সম্পাদিত সংবাদপত্র আফটেনপোস্টেনে এই নিয়ে এক সম্পাদকীয়ও লিখেছেন কিছুদিন আগে। তিনি ফেসবুককে জনগণের ‘বন্ধুরূপী শত্রু’ হিসেবে অভিহিত করেছেন। কেননা তার মতে, ফেসবুক ইন্টারনেটে আধিপত্যবাদী আচরণ করেছে।   

জাকারবার্গ এই প্রসঙ্গে কোন রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এর আগে গার্ডিয়ানের এক প্রবন্ধে হানসেন জাকারবার্গের প্রতি প্রতিষ্ঠানের অ্যালগরিদমের পেছনে না লুকিয়ে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বিতর্কে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, জাকারবার্গের এই ইতিবাচক অবস্থানই ‘গণতন্ত্রের জন্য ক্ষতিকর’ হতে পারে, এমনকি ফেসবুকের জন্যও হুমকি হতে পারে।     

হানসেন লেখেন, ‘জাকারবার্গ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছেন। সেই পরিমাণ দায়িত্বও তাকে নিতে হবে।’  

ভিয়েতনাম যুদ্ধের সময় বার্তা সংস্থা এপির একজন ফটোগ্রাফারের তোলা ঐতিহাসিক এক ছবিকে ‘অশ্লীল’ বলছে ফেসবুক। যুদ্ধস্মৃতি স্মরণে লিখিত এক প্রবন্ধের সঙ্গে এই ছবিটি জুড়ে দিয়েছিলেন নরওয়ের একজন লেখক। ফেসবুক ওই লেখককে ছবিটি সরিয়ে ফেলতে বাধ্য করতে চেয়েছে। এই অভিযোগ স্বীকার করে ছবিটি সেন্সর করার পক্ষেই নিজেদের যুক্তি হাজির করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৯৭২ সালে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের ভয়াবহ সময়ে নাপাম হামলার সময় সেখানে কর্মরত ছিলেন অ্যাসোসিয়েটেড প্রেস ফটোগ্রাফার নিক উট। সে সময় ভিয়েতনামের নাপাম হামলায় ভীত সন্ত্রস্ত শিশুদের এই ছবিটি তোলেন। ছবির মাঝখানের নয় বছরের শিশু কিম ফুক আগুন লেগে যাওয়ায় তার গায়ের সব পোশাক খুলে ফেলে প্রাণভয়ে দৌড়ে পালিয়ে আসছিলো।

সে সময় এই ছবিটি যুদ্ধের ভয়াবহতার প্রতীক হয়ে ওঠে। বিশ্বজুড়ে প্রচারিত হয় ছবিটি।  যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যুদ্ধবিরোধী আবেগ সঞ্চারেও এটি বিরাট ভূমিকা রাখে। তবে ফেসবুকের কাছে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এই ছবিটি ‘অশ্লীল’ বলে প্রতিপন্ন হয়েছে।

নরওয়েজিয়ান লেখক টম এজিল্যান্ড ফেসবুকে নিক উটের সেই সুবিখ্যাত ঐতিহাসিক ছবিটি পোস্ট করেন। তবে ফেসবুক এজিল্যান্ডের পোস্ট করা ওই ছবিটি সরিয়ে ফেলে। এজিল্যান্ড জানান, যে সাতটি ঐতিহাসিক ছবি যুদ্ধ পরিস্থিতি পাল্টে দিতে কিছুটা হলেও ভূমিকা রেখেছিলো, এই ছবিটি তার মধ্যে অন্যতম। তিনি তার একটি প্রবন্ধে আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হিসেবেই ছবিটি পোস্ট করেন।

গার্ডিয়ানের কাছে তিনি অভিযোগ করেন, ফেসবুক থেকে তাকে বলা হয় ছবিটি একেবারে সরিয়ে ফেলতে অথবা ছোট করে ফেলতে। এর ব্যখ্যা হিসেবে ফেসবুক জানায়, ‘পুরোপুরি নগ্ন যৌনাঙ্গ বা নিতম্ব এবং পুরোপুরি নগ্ন নারীবক্ষ দেখা যাচ্ছে এমন ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হবে।’

নরওয়ের সবচেয়ে বড় সংবাদপত্র আফটেনপোস্টেনের প্রধান সম্পাদক এজিল হানসেন এ ঘটনায় নিজের পত্রিকায় এক খোলা চিঠি লিখে জাকারবার্গ এবং ফেসবুকের তীব্র সমালোচনা করেন। হানসেন তার চিঠিতে বলেন, ‘ফেসবুক শিশুদের নিয়ে তৈরি পর্নগ্রাফি ও ঐতিহাসিক যুদ্ধের ছবির মধ্যে পার্থক্য নিরূপণ করতে অপারগ।’

 সূত্র: গার্ডিয়ান

/ইউআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা