X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে জঙ্গিবাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলল ভারত

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৮

পাকিস্তানকে জঙ্গিবাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলল ভারত

পাকিস্তানকে ‘আইভি লিগ অব টেররিজম’ তথা জঙ্গিবাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলে দাবি করেছে ভারত। জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনের বিতর্কে ভারতীয় প্রতিনিধি পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেন। পাকিস্তানের গণতন্ত্র ‘প্রতারণামূলক’ বলেও মন্তব্য করেন জাতিসংঘের ভারতীয় পারমানেন্ট মিশনের ফার্স্ট সেক্রেটারি ইনাম গম্ভীর।

উল্লেখ্য, আইভি লিগ হচ্ছে একটি অ্যাথলেটিক কনফারেন্স, যেখানে যুক্তরাষ্ট্রের আটটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্রীড়া দলগুলো মিলিত হয়। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব অঞ্চলে অনুষ্ঠিত এই সম্মেলনটি ওই আটটি প্রতিষ্ঠানকে একত্রে নির্দেশ করতেও ব্যবহৃত হয়। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ব্রাউন ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, ডার্টমাউথ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ইউনিভার্সিটি। এই আইভি লিগ শব্দটিকে প্রাতিষ্ঠানিক দক্ষতার নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। পাকিস্তানের দিকে ‘জঙ্গিবাদী উচ্চাশিক্ষার’ প্রাতিষ্ঠানিক দক্ষতাকে ইঙ্গিত করতেই  ‘আইভি লিগ অব টেররিজম’ শব্দটি ব্যবহার করেছে ভারত।

 ২১ সেপ্টেম্বর (বুধবার) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেন, আন্তর্জাতিক জঙ্গিবাদের প্রধান শিকার পাকিস্তান। এর প্রতিক্রিয়াতেই পাকিস্তানকে জঙ্গিবাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বলল ভারত।

নওয়াজ তার বক্তৃতায় অভিযোগ করেন, ৫ লাখেরও বেশি সেনা দিয়ে ভারত জোর করে কাশ্মির দখল করে রেখেছে। তারা সেখানে নির্মম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে নওয়াজ তার ভাষণে আরও বলেন, ভারতের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই শুরু করেছে কাশ্মিরের তরুণরা। বক্তৃতায় কাশ্মির প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নওয়াজ। একইসাথে রাজবন্দীদের মুক্তি এবং দ্রুততার সঙ্গে সেনা প্রত্যাহারও দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে ইনাম গম্ভীর বলেন, ‘মানবাধিকারের সবচেয়ে বড় বিঘ্ন ঘটায় জঙ্গিবাদ। তা যখন রাষ্ট্রীয় কৌশল হিসেবে ব্যবহৃত হয়, তারই ফলাফল ভোগ করছে আমাদের দেশ ও প্রতিবেশি রাষ্ট্রগুলোও। পাকিস্তানের প্রশ্রয় দেওয়া দীর্ঘমেয়াদী জঙ্গিবাদের প্রভাব এই পুরো অঞ্চলের ওপরই পড়ছে।’  উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর (রবিবার)কাশ্মিরের উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলায় চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন।  হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। শুরু থেকেই ভারত দাবি করে আসছে,  জঙ্গি এ সংগঠন পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানে থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে।

যুক্তরাষ্ট্রে সংঘটিত ৯/১১ হামলার উদাহরণ দিয়ে ভারতীয় প্রতিনিধি বলেন, পাকিস্তানের আব্বতাবাদ জঙ্গিবাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হচ্ছে। দুনিয়াজুড়ে জঙ্গিবাদের প্রতি আগ্রহীদের আকৃষ্ট করা ও শিক্ষানবিশীতে নিয়োগ করার কাজটি তারা করে থাকে। 

এ ছাড়াও পাকিস্তানের বৈদেশিক সাহায্য নিয়েও কথা তোলে ভারত, গম্ভীর বলেন, জঙ্গিদের প্রশিক্ষণ ও সহায়তা দিতে বৈদেশিক সহায়তাও নিয়ে থাকে পাকিস্তান। তিনি বলেন, ভারত ও আফগানিস্তানের মতো প্রতিবেশি রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও জঙ্গিবাদকেই ব্যবহার করছে পাকিস্তান। 

 

/ইউআর/বিএ/

 

সম্পর্কিত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
সর্বশেষ খবর
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়