X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বহিরাগত হামলার শিকার হলে পাকিস্তানের পাশে থাকবে চীন!

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫০
image

বহিরাগত হামলার শিকার হলে পাকিস্তানের পাশে থাকবে চীন! পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদের বিরুদ্ধে কোনও বহিরাগত আক্রমণ হলে সাহায্যের আশ্বাস দিয়েছে চীন। তবে একে কৌশলগত মিথ্যাচার হিসেবেই দেখছে দিল্লি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়, পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ চিনা কূটনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় এই বার্তা দেওয়া হয়েছে বেজিংয়ের পক্ষ থেকে।
তবে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নয়াদিল্লি মনে করছে, আসলে ভারতীয় সেনাহামলার আগাম আশঙ্কায় ভুগছে পাকিস্তান। তাই আগে ভাগেই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে। দিল্লির ধারণা, চীন নিজে সরকারিভাবে কিছু এ নিয়ে কিছু বলেনি। সে দেশের কূটনৈতিক কর্মকর্তাকে উদ্ধৃত করে পাকিস্তান পাল্টা চাপ তৈরি করে রাখছে ভারতের ওপর, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর (রবিবার)কাশ্মিরের উরিতে লাইন অব কন্ট্রোলের নিকটে সামরিক বাহিনীর একটি প্রশাসনিক স্থাপনায় হামলায় চালায়। ওই হামলায় ১৭ সেনা সদস্য ও ৪ হামলাকারী নিহত হন। হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদকেই সন্দেহ করছে ভারতীয় কর্তৃপক্ষ। শুরু থেকেই ভারত দাবি করে আসছে, জঙ্গি এ সংগঠন পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানে থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে । বিপরীতে পাকিস্তানের দাবি, কাশ্মিরে স্বাধীনতাকামী মানুষদের মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। কাশ্মিরকে জোর করে দখল করে রেখেছে তারা।

এই প্রেক্ষাপটে ভারতের দিক থেকে জঙ্গিবাদের অভিযোগ আর পাকিস্তানের দিক থেকে মানবাধিকার হগরণের অভিযোগ নিয়ে দুই দেশ সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্কে অংশ নেয়। সেখানেও চলে পরস্পরের বিরুদ্ধে বিষেদগার। সবশেষ ২৪ সেপ্টেম্বরও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই ইস্যুতে পাল্টাপাল্টি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতিসংঘ অধিবেশন শেষ করার পর সাংবাদিকদের বলেছেন, কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতিই উরির ভারতীয় সেনাঘাঁটিতে হামলার কারণ। বিপরীতে নরেন্দ্র মোদি এক জনসভায় দেওয়া ভাষণে পাকিস্তানকে গোটা দুনিয়ায় সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী করেন। পাকিস্তানকে ইঙ্গিত করে, একটি দেশ বিশ্বজুড়ে রক্ত ঝরাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দুই দেশের মধ্যে জারি রয়েছে মিডিয়া যুদ্ধও। সবমিলে কেউ কেউ যুদ্ধেরও আশঙ্কা করছেন দুই দেশের মধ্যে।

লাহোরে চীনের কনসাল জেনারেল ইউ বোরেনকে উদ্ধৃত করে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিবৃতিতে বোরেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘কোনও রকম (বহিরাগত) হামলা হলে আমরা পাকিস্তানকে সব রকম সমর্থন দেব।’

কাশ্মির প্রশ্নেও পাকিস্তানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বোরেন। তিনি বলেছেন, ‘কাশ্মির ইস্যুতে আমরা পাকিস্তানের পাশে আছি এবং থাকব। নিরস্ত্রদের দমন-পীড়নের এখনও কোনও বিচার হয়নি। কাশ্মির সমস্যার সমাধান হওয়া উচিত কাশ্মিরবাসীর ইচ্ছা মেনেই।’

/বিএ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি