X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় বর্বরতা চালাচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৭

সিরিয়ায় বর্বরতা চালাচ্ছে রাশিয়া: যুক্তরাষ্ট্র রাশিয়ার সমর্থনপুষ্ট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী দেশটির বেসামরিক নাগরিকদের ওপর যে বিমান হামলা অব্যাহত রেখেছে তার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। রবিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, ‘শান্তি প্রতিষ্ঠার চেষ্টা না করে রাশিয়া এবং আসাদ যুদ্ধ করছে। সাধারণ মানুষের জীবন বাঁচাতে সহায়তা করার চেয়ে তারা ত্রাণবাহী গাড়িবহরে, হাসপাতালে এবং জীবন বাঁচাতে কাজ করে যাওয়া ব্যক্তিদের ওপর বোমা ফেলছে। রাশিয়ার পৃষ্ঠপোষকতায় যেটা হচ্ছে সেটা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড নয়; সেটা বর্বরতা।’

সিরিয়ার পাঁচ বছরের রক্তক্ষয়ী সংঘাতে উত্তরের শহর আলেপ্পো হয়ে উঠেছে এখন অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। যুদ্ধবিরতি বন্ধ হবার পর সেখানে যে পরিমাণ হতাহত হয়েছে তার প্রায় অর্ধেকই শিশু, এমনটাই জানিয়েছে সিরিয়ায় কর্মরত মানবাধিকার সংগঠনগুলো। এমন পরিস্থিতিতে রবিবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের অনুরোধে জাতিসংঘে বসেছে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। সেখানে বর্তমান অবস্থার জন্যে সরাসরি রাশিয়াকে দায়ী করেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

আসাদ সরকারের সাথে একসঙ্গে যুদ্ধ চালিয়া যাওয়ায় তিনি সিরিয়া বিষয়ে রাশিয়ার দেওয়া বক্তব্যকে পুরোপুরি মিথ্যা বলে অভিহিত করেন।

সামান্থা পাওয়ার বলেছেন, ‘কেউই যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসীদের পক্ষে দেওয়া বক্তব্যের মাধ্যমে সন্তুষ্ট করতে পারবে না। আমাদের জনগণ প্রায়ই সারাবিশ্বে তাদের লক্ষ্যে পরিণত হচ্ছে।’

২০১১ সালের ১৫ মার্চ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছেন সিরিয়ার মানুষ।

যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের এক হয়ে এ ব্যাপারে রাশিয়াকে থামানোর আহ্বান জানায়। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশই আলেপ্পোতে জাতিসংঘের ত্রাণবহরের ওপর বিমান হামলায় রাশিয়াকে দায়ী করেছে। তাদের বক্তব্য, এমনটা হয়ে থাকলে রাশিয়া স্পষ্টতই যুদ্ধাপরাধ করেছে। তবে ত্রাণবহরে হামলা চালানোর কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি শুরকিন বলেন, ‘কয়েকশ সশস্ত্র গ্রুপ সিরিয়ার অভ্যন্তরে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। কাজেই সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা এখন অসম্ভব।’

এর আগে শনিবার সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলোতে আসাদ বাহিনীর হামলায় অন্তত ৯১ জন নিহত হন। হামলার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন-এর একজন মুখপাত্র জানিয়েছেন, সামরিকতার বিস্তৃতিতে তিনি আতঙ্কিত।

সিরিয়ায় সংঘাত ও সহিংসতা বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এক সপ্তাহের অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার পর রাশিয়ার সহযোগিতায় আলেপ্পোতে বিমান হামলা জোরদার করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। বেসামরিক জনগণের ওপর বিমান হামলা চালাতে আসাদের প্রতি রাশিয়ার এমন সমর্থনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ বলেন, আলেপ্পোয় বিমান হামলাসহ অন্যান্য সমরাস্ত্রের সমন্বয়ে হামলার খবরে সংস্থাটি শঙ্কিত। তিনি জানিয়েছেন, খুবই ঠাণ্ডা মাথায় ঘটানো সামরিকতার বিস্তৃতি মহাসচিবকে আতঙ্কিত করে তুলেছে। শনিবারের দিনটিকে বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার কালো দিন হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়