X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সিরিয়া প্রশ্নে মার্কিন অভিযোগের জবাব দিল রাশিয়া

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৫

সিরিয়া প্রশ্নে মার্কিন অভিযোগের জবাব দিল রাশিয়া

সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে বিমান হামলার কারণে রাশিয়াকে  ‘বর্বর’ বলে অভিহিতকারী যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের বাগাড়ম্বরপূর্ণ মন্তব্যকে একেবারেই গ্রহণযোগ্য মনে করছি না। এই মন্তব্য আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্থ করতে পারে।’ 

পেশকোভ বলেন, সিরিয়ার সাম্প্রতিক অস্ত্রবিরতির ‘যৎসামান্য প্রভাব’ পড়েছে, কিন্তু মস্কো আশাহত নয়, সর্বোচ্চ উদ্যোগ নিয়ে সিরিয়ায় রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যেতে আগ্রহী রাশিয়া। 

রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মস্কো ও দামেস্ককে বারবারই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।বলা হয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাশিয়াই নিয়ন্ত্রণ করছে।

জাতিসংঘে যুক্তরাজ্যের দূত ম্যাথিউ রেক্রফট এই জরুরি বৈঠকে বলেন, ‘সেনা ঘাঁটি ধ্বংস করার মতো বোমা দিয়ে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হচ্ছে। এতে প্রচুর প্রাণহানিও ঘটছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের আবাসিক এলাকায় নির্বিচারে ব্যবহৃত হচ্ছে আগ্নেয় যুদ্ধাস্ত্র। আলেপ্পো পুড়ে যাচ্ছে। এবং পানি সরবরাহ বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষকে জিম্মি করে রাখা হয়েছে।’

 ‘সংক্ষেপে বলতে চাইলে, রাশিয়া যেভাবে সিরিয়া সরকারের সঙ্গে কাজ করছে, একে যুদ্ধাপরাধ ছাড়া অন্য কিছু বলার উপায় নেই।’

 পূর্ব আলেপ্পোর ট্যাক্সি চালক, ৫১ বছর বয়সী ইয়াসিন মোহাম্মদ মিডল ইস্ট আইকে বলেন, বাঙ্কার বাস্টার বোমা ফেললে ভূমিকম্পের মতো অনুভূতি হয়।

 তিনি বলেন, ‘এটা ভূমিকম্পের মতো কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায় না।বরং জোরদার ঝাঁকুনি দিতে থাকে ও ভায়াবহ শব্দও হয়।’

 তিনি আরও বলেন, ‘রাশিয়ান ও ইসরায়েলি এমনকি আমেরিকানরাও আলেপ্পোকে উপড়ে ফেলতে ও আমাদের ওপর নতুন নতুন অস্ত্র পরীক্ষা করে দেখতে আসাদ সরকারকে সহায়তা করছে।’ 

 ‘আমরা অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছি আর পুরো পৃথিবী চুপচাপ তাকিয়ে দেখছে। এই অপরাধীদের থামানোর জন্য কেউ নেই।’

 যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার জাতিসংঘের বৈঠকেই মস্কোকে ‘বর্বর’ আখ্যা দেন।

 তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা যদি এখনও নিশ্চুপ থাকেন, তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না’

 পরে সিরিয়া সরকারের প্রতিনিধি বক্তব্য শুরু করার আগেই সিরিয়া সরকারের বোমা হামলার প্রতিবাদে রেক্রফট, পাওয়ার ও ফরাসি দূত ফ্রাঁসোয়া দেলাত্রি বৈঠক থেকে বের হয়ে যান।    

 সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, অস্ত্রবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১২৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোতে।

বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর মেডিক্যাল সূত্র জানায়, হাসপাতালগুলো মৃত ও মরণাপন্ন মানুষ নিয়ে হিমশিম খাচ্ছে। 

সংবাদ সংস্থা এএফপিকে সূত্র জানায়, ‘হাসপাতালগুলো প্রচুর চাপ নিয়ে কাজ করছে।প্রচুর আহত মানুষ রয়েছেন কিন্তু পর্যাপ্ত রক্ত নেই।’

আল জাজিরা সাংবাদিক আমর আল-হালাবি আলেপ্পো থেকে জানান, হাসপাতালগুলো আহত ও নিহত মানুষে উপচে পড়ছে।

হালাবি জানান, ‘অস্থায়ী হাসপাতালগুলোর মেঝেতে পড়ে আছে প্রচুর মৃতদেহ। এখানকার পরিস্থিতি ভয়াবহ।’

 ‘দেখে মনে হচ্ছে এখনই শেষ বিচারের দিন চলে এসেছে। ’

আলেপ্পো আবারো সিরিয়ার অধীনে আসার পর থেকেই, সেপ্টেম্বরের শুরু থেকেই, নগরী পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। সেখানে খাদ্য ঘাটতি ও সহিংসতা পাল্লা দিয়ে চলছে।

জাতিসংঘে রাশিয়ার দূত ভিটালি চুরকিন ওয়াশিংটনকে অস্ত্র নিয়ন্ত্রণে বিরোধীদের প্রভাবিত করতে অসমর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেশকোভ আরও বলেন, মস্কো ভয় পাচ্ছে যে অস্ত্রবিরতির সুযোগে জঙ্গিরা নিজেদের পুনর্গঠিত করবে ও পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুতি নেবে।  

তিনি বলেন, ‘জঙ্গিদের সঙ্গে মোডারেটদের কোন পার্থক্য নেই। জঙ্গিদের সঙ্গে লড়াই বন্ধ করা যাবে না।’

 চুরকিন বলেন মস্কো অস্ত্রবিরতি নিয়ে সচেতন তবে সে জন্য সকল পক্ষের অংশগ্রহণ জরুরি মনে করছে।

২০১২ সালের মাঝামাঝি সময় থেকেই সরকার ও বিদ্রোহীদের মধ্যে ভাগ হয়ে রয়েছে আলেপ্পোর বিভিন্ন অঞ্চল। গত কয়েক সপ্তাহে বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর যুদ্ধগুলো আলেপ্পোতে হয়েছে যা পুরো বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে।

/ইউআর/বিএ/


 

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!