X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৩

এই দোকানেই কাজ করতেন নিহত বাংলাদেশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৪) রাত বারোটার দিকে নর্থ হলিউডে একটি মদের দোকানে ‘ডাকাতির সময়’ গুলিবিদ্ধ হয়ে ওই বাংলাদেশির মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ কালাম (৬১)। তিনি নর্থ হলিউডের বেলাইরি অ্যাভিনিউয়ের শেরম্যান ওয়েতে লিকার মার্ট নামক দোকানে কাজ করতেন।

লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা নর্মা আইজেনম্যান জানান, ব্যস্ত এলাকার দোকানটিতে ভারি অস্ত্রসহ হামলা ও গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে গিয়ে দোকানটির কর্মচারীকে অচেতন ও গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, পুলিশ ভিডিও ফুটেজ থেকে থেকে হত্যাকারীর ছবি ও গাড়ির লাইসেন্স নম্বর শনাক্ত করেছে। ডিটেকটিভ ব্রাঞ্চ হত্যাকারীর ফিঙ্গার প্রিন্ট উদ্ধার করেছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি ডিপার্টমেন্টের মেডিক্যাল পরীক্ষক-করোনর জানান, নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০ বছরের এক মেয়ে ও ছেলে চার দরজার একটি গাড়ি নিয়ে প্রবেশ করে এবং পরে পালিয়ে যায়।

কাছের একটি দোকান মালিক মেয়নর আলভারেজ আলভারাডো জানান, তার রেস্টুরেন্টে কেউ একজন দৌড়ে এসে তাকে বলেন যে গোলাগুলি হয়েছে। তখন তিনি ৯১১তে ফোন করেন। তিনি আরও জানান, নিহত বাংলাদেশি দীর্ঘদিন ধরেই রাতের শিফটে কাজ করেন এবং ক্রেতাদের প্রতি খুব ভালো আচরণ করেন।

গত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে তৃতীয় বাংলাদেশি নিহতের ঘটনা এটি। এর আগে ১৩ আগস্ট নিউ ইয়র্কে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সহকারীকে তারা মিয়াকে (৬৪)। এরপর ১ সেপ্টেম্বর ছুরিকাঘাতে হত্যা করা হয় নাজমা খানম ঝর্না নামে এক নারী। উভয় হত্যাকাণ্ডেই সন্দেহভাজনদের গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ। সূত্র: লস অ্যাঞ্জেলস ডেইলি নিউজ।

/এএ/

 

 

সম্পর্কিত
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদনির্বাচনে প্রভাব ফেলবে না মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
সর্বশেষ খবর
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু