X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিমান হামলায় অকার্যকর আলেপ্পোর দুই হাসপাতাল

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৮

রুশ বাহিনীকে সঙ্গে নিয়ে আসাদের হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে মঙ্গলবার রাতভর এবং বুধবার সকালে বিমান হামলা চালানো হয়েছে। সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়া যৌথভাবে এ হামলা চালায়। এ সময় সেখানকার সবচেয়ে বড় দুটি হাসপাতালেও আঘাত করে রুশ-সিরিয়ার বোমারু বিমান। এতে হাসপাতাল দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় চিকিৎসকদের কাছে হাসপাতাল দুটি এম২ এবং এম১০ নামে পরিচিত। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে প্রথম দফায় একটি হাসপাতালে এবং বুধবার সকাল ১০টার দিকে দ্বিতীয় হাসপাতালটিতে বিমান হামলা চালানো হয়। একজন স্বাস্থ্য কর্মকর্তা এ হামলাকে আধুনিক ইতিহাসের এক সর্বনাশা এবং নজিরহীন হামলা হিসেবে অভিহিত করেছেন।

হামলায় দুটি হাসপাতালে অন্তত ২০ জন নিহত হয়েছে। তাছাড়া যুদ্ধবিমানের টহল চলতে থাকায় প্রায় ৯০ জন মানুষ বেসমেন্টে আটকা পড়ে আছে। গোলাবারুদের আঘাতে হাসপাতালগুলোর সেবা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতাল দুটির কর্তৃপক্ষের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদ প্রকাশকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট আই খবরটি নিশ্চিত করেছে।

এম২ হাসপাতালের পরিচালক মোহাম্মদ জেইন খান্দাকা জানান, হাসপাতাল ও আশেপাশের এলাকায় পাঁচটি মর্টার শেল হামলা হয়েছে। এ হামলায় নিহত ২০ জনের মধ্যে রোগী, হাসপাতাল কর্মী এবং কয়েকজন বেসামরিক রয়েছেন। যুদ্ধবিমানের টহলের কারণে প্রায় ৯০ জন হাসপাতালের বেসমেন্টে আটকা পড়ে আছেন।

খান্দাকা মিডল ইস্ট আইকে বলেন, আগের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কয়েকদিন ধরে হাসপাতালের সংস্কার কাজ চলছিল। নতুন হামলার কারণে হাসপাতালটি আবারও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে রোগীদের পায়ে হাটিয়েঁই অন্য হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে।

মিডল ইস্ট আই জানায়, এম টেন হাসপাতালে হামলার কারণে হাসপাতালের প্রধান জেনারেটর, চিকিৎসা সরঞ্জামাদি নষ্ট হয়ে গেছে। তবে প্রাণহানি কেমন হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এ দুটি হাসপাতালই সিরিয়ান আমেরিকান মেডিক্যাল সোসাইটি (এসএএমএস) এর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।

এদিকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর দখল নিতে বড় পরিসরে বিমান হামলার পর, স্থল অভিযান জোরদার করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী।

মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন অভিযান শুরুর পর সরকারি বাহিনী আলেপ্পোর নিকটবর্তী ফারাফরা জেলা দখল করেছে। খবরে আরও জানানো হয়, আলেপ্পোর উত্তরাঞ্চলে সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। 

/এমপি/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান