X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরি: ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সহযোগিতা চায় এফবিআই

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৩
image

নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফিলিপাইনের অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সহযোগিতা চেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ওই ব্যাংক কর্মকর্তার আইনজীবীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

দিগুইতোর সঙ্গে তার আইনজীবী তোপাসিও

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৯৫১ মিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। পরে বেশ কিছু পেমেন্ট অর্ডার বন্ধ করে দিয়ে বেশিরভাগ অর্থচুরি ঠেকানো গেলেও ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে স্থানান্তরে সক্ষম হয় হ্যাকাররা।

পরে ওই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের জুপিটার ব্রাঞ্চের চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উঠানো এবং যেসব অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হয়, তাতে অনিয়মের অভিযোগ উঠে জুপিটার ব্রাঞ্চের ব্যাংক ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতোর বিরুদ্ধে। পরে তাকে চাকরিচ্যুত করে আরসিবিসি।

ওই ব্যাংক ম্যানেজারের আইনজীবী ফার্দিনান্দ তোপাসিও রয়টার্স-কে জানিয়েছেন, এফবিআই তাদের তদন্তে দিগুইতোর সহযোগিতা চেয়েছে। তিনি এ সম্পর্কে যা জানেন, তা জানতে চেয়েছে এফবিআই। তোপাসিও রয়টার্স-কে একটি স্বাক্ষরবিহীন এ বিষয়ক একটি চুক্তিপত্রও দেখিয়েছেন।

তোপাসিও-র মতে, মার্কিন গোয়েন্দারা আরসিবিসি-র দীর্ঘদিনের গ্রাহক ও ক্যাসিনো মালিক কিম অং সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে ওই ঘটনায় দিগুইতোর কি অবস্থান ছিল, তা জানতে চান।

ওই প্রস্তাবিত চুক্তি মোতাবেক দিগুইতো যে তথ্য গোয়েন্দা কর্মকর্তাদের দেবেন, তার জন্য তাকে অভিযুক্ত করা হবে না। তবে যদি দিগুইতো এ সম্পর্কিত কোনও মিথ্যা তথ্য দেন, বা তথ্য লুকিয়ে রাখেন, সেক্ষেত্রে তার দায়-দায়িত্ব তাকেই বহন করতে হবে। এই মুহূর্তে তিনি ওই মামলায় জামিনে মুক্ত রয়েছেন।

সিনেট শুনানিতে দিগুইতো

তোপাসিও আরও জানান, এফবিআই-এর সঙ্গে মে থেকে দিগুইতোর আলোচনা চলছে। দিগুইতো, তার স্বামী এবং তিন সন্তানকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলেও তোপাসিও জানান। উল্লেখ্য, মার্কিন কোনও সংস্থাকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য বছরে ২০০ বিদেশিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

তবে ওই চুক্তি বা তদন্ত কার্যক্রমে সহযোগিতার বিষয়ে রয়টার্স-এর সঙ্গে কোনও কথা বলতে চাননি এফবিআই, মার্কিন বিচার বিভাগের মুখপাত্র এবং দিগুইতো।

সম্প্রতি ১৫ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়ার আদেশ দিয়েছেন ফিলিপাইনের একটি আদালত। ফিলিপাইনের সিনেট তদন্ত কমিটির শুনানিতে ক্যাসিনো ব্যবসায়ী অং দাবি করেছিলেন, তিনি ওই চুরি যাওয়া অর্থ থেকে ৩৫ মিলিয়ন ডলার গ্রহণ করেছিলেন। যেখান থেকে ১৫ মিলিয়ন ডলার তিনি ফিলিপাইনের অর্থপাচার নিয়ন্ত্রক সংস্থার কাছে ফেরত দেন।

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা
দেশে শ্রমিকদের অধিকার বাড়বে, কমবে না: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৩ এপ্রিল, ২০২৪)
গরমে বাড়ছে চর্ম রোগ, প্রতিরোধের উপায় কী?
গরমে বাড়ছে চর্ম রোগ, প্রতিরোধের উপায় কী?
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
আজকের আবহাওয়া: ৩ বিভাগে বৃষ্টির আভাস এবং কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: ৩ বিভাগে বৃষ্টির আভাস এবং কোথায় কেমন গরম পড়বে
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!